Ministry of Land (minland) Sub-Register Preliminary Question Bank Quiz and Solution General Science 2003

12
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 7 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 11 of 11 Questions
No Title Answer
(1) ‘থিওরি অব রিলেটিভিটি’র প্রণেতা–
আলবার্ট আইনস্টাইন
(2) ‘স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে’– এটি কার উক্তি?
মেজর রোনান্ড রস
(3) খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে?
অগ্ন্যাশয়
(4) ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
সেলিনিয়াম
(5) সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ?
৪ঃ১ঃ১
(6) কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?
মজবুত করার জন্য
(7) কিসের সাহয্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায় ?
প্রতিধ্বনি
(8) চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
রেটিনা
(9) মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে–
হরমোন
(10) সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?
লাল, আকাশী ও সবুজ
(11) ক্রনোমিটার কি?
সময় মাপার যন্ত্র