সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা ২০০৩ এর সাধারণজ্ঞান বিষয়ক প্রশ্নব্যাংক ও সমাধান

Ministry of Land (minland) Sub-Register Preliminary Question Bank Quiz and Solution General knowledge 2003

38
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 7 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 37 Questions
No Title Answer
(1) ‘কেয়ার’ একটি–
আমেরিকার এনজিও
(2) ‘লিভিং হিস্ট্রি’ — এ গ্রন্থটির রচয়িতা কে?
হিলারি রডহ্যাম ক্লিনটন
(3) ২০০২-২০০৩ অর্থবছরের সর্বোচ্চ বরাদ্দ দেয়া কোন খাতে?
শিক্ষা
(4) ইরাক আক্রমণে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে?
টমি ফ্রাংক
(5) এনটিভি কবে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে?
৩ জুলাই, ২০০৩
(6) কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
১৮ কিমি
(7) নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
আদি -অস্ট্রেলীয়
(8) বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে ?
মহাস্থানগড়
(9) বাংলাদেশের কোন বনাঞ্চল বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
সুন্দরবন
(10) বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
মেঘনা
(11) বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
ভ্যাটিকান
(12) সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলে যে সংশোধনী যুক্ত করা হয়, তা হলো–
তত্ত্বাবধায়ক সরকার গঠন
(13) সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ কোন সাল থেকে চালু হয়?
১৯৭৭ সালে
(14) ‘রয়টার্স’ কি?
সংবাদ সংস্থা
(15) পরবর্তী কমনওেয়লথ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
২০১৪ সালে স্কটল্যান্ডে
(16) ২০০৩ সালের আগস্ট মাস থেকে অস্ট্রেলিয়া সন্ত্রাস দমনের জন্য যে রবোটটি নিযুক্ত করেছে সেটি কোন দেশের তৈরি?
জাপান
(17) UNDP- এর মানব উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্নে অবস্থানকারী দেশ কোনটি?
ডিআর কিউবা
(18) ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
জেদ্দা
(19) জাতিসংঘ কবে ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়?
২২ মে, ২০০৩
(20) জাপানের জাতীয় প্রতীক কি?
ক্রিসেনথিমাম
(21) পশ্চিম বাগদাদে যৌথ সেনাবাহিনীর গুলিতে নিহত রয়টার্সের ক্যামেরাম্যান মাজেনডানা কোন দেশের নাগরিক?
প্যালেস্টাইন
(22) বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র
(23) বাংলাদেশ সরকার কত সালের মধ্যে দেশের মোট ভূ – খন্ডের ২০ ভাগ বনায়নের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করেছে?
২০১৫
(24) বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত?
২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর
(25) বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কি?
বৈলাম