মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক ২০১৫-১৬

Medical Question Bank 2015-16

101
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 7 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 26 - 50 of 100 Questions
No Title Answer
(26) জেলিফিস কোন পর্বের প্রাণী?
নিডারিয়া
(27) টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় কাকে?
Haberlandt
(28) তীব্র এসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনে নির্দেশক হিসাবে ব্যবহার উপযোগী কোনটি?
সবগুলো
(29) নিচের কোনটি বক্ষ অস্থিচক্রের হাড়?
ক্লাভিকল
(30) নিচের কোনটি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদে পড়ে না?
সমপার্শ্বীয়
(31) নিম্নের উল্লিখিত কোন মাছে সাইক্লয়েড আইশ পাওয়া যায় না?
স্যামন
(32) নিম্নের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়?
মহাধমনী
(33) নিম্নের কোনটি মিনারেলকর্টিকয়েড হরমোনের কাজ নয়?
হৃৎক্রিয়া বৃদ্ধি কার।
(34) নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি?
সোডিয়াম বেনাজোয়েট
(35) ন্যানো পার্টিকেলের আকার কত?
1 - 100 nm
(36) পলিস্যঅকারাইড কোনটি?
সেলুলোজ
(37) পেপসিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
ইহা অগ্ল্যাশয় থেকে নিঃসৃত হয়
(38) প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কোনটি?
2CaSO4H2O
(39) ফিউজ তার এর বৈশিষ্ট্য কোনটি?
কম রোধ এবং কম গলনাঙ্ক
(40) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
সেন্টমার্টিন
(41) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
(42) বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা কোনটি?
NaHCO3
(43) ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কী দিয়ে গঠিত?
মিউকোপ্রোচটন
(44) মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়?
রাডারে
(45) মালভেসি গোত্রের অমরাবিন্যাস-
অক্ষীয়
(46) সরল লিপিডের উদাহরণ নয় কোনটি?
রাবার
(47) সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
আফগানিস্তান
(48) সোডা লাইম কোনটি?
NaOH(CaO)
(49) সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী কোন ভাইরাস কোনটি?
H1N1
(50) হোমোলোগাস ক্রোমোসোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কী বলে?
অ্যালিলোমর্ফ