ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ (গ ইউনিট) ব্যবসায় বিজ্ঞান

DU GA Unit Question Bank Marketing 2018-19

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) টুপপেস্ট কোন ধরনের পণ্য?
সুবিধাজনক পণ্য
(2) নিচের কোনটি বহুশাখা বিপণির উদাহরণ?
বাটা
(3) নিচের কোনটি স্টাইলের সাথে সর্ম্পকযুক্ত/
পণ্য নকশা
(4) বাংলাদেশের ব্যবসায়ের ক্ষেত্রে কোন মতবাদটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উৎপাদন মতবাদ
(5) নিচের কোনটি শিল্প পণ্যের বাজারজাতকারী কর্তৃক বিক্রীত পণ্য আইটেমসমূহের তালিকাকে বলা হয়?
পণ্য মিশ্রণ
(6) কোনটি বাজাতকরণ পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদান?
প্রযুক্তি
(7) কোনটি বাজারজাতকরন পরিবেশের অয়িন্ত্রণযোগ্য উপাদান?
প্রযুক্তি
(8) কোনো কাজ বা সুবিধা যা একপক্ষে অপর পক্ষকে প্রদান করতে পারে এবং যা মালিকানা কোনো পরিবর্তন করে না তাকে বলা হয়?
সেবা
(9) কোনো কিছু থেকে ভোক্তার বঞ্চনার অনুভুমিকে বলা হয়-
প্রয়োজন
(10) গুদামজাতকরন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
সমবায় উপযোগ
(11) নিচের কোন পর্ণটি নিম্নমূল সংবেদনশীলতার সাথে সম্পর্কযুক্ত?
বিশিষ্ট
(12) নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রনের উপাদান নয়?
পলিসি
(13) নিচের কোনটি বাজারজাতকরনের মৌলিক ধারানা সম্পর্কিত নয়?
মুনাফা
(14) নিচের কোনটি ভক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত দিক?
আনুগত্য
(15) নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত?
প্রত্যক্ষ বাজারকরণ
(16) পাইকারি ব্যবসায়ের প্রসারমূলক কাজ কোনটি?
বিক্রয় প্রসার
(17) বাজাতকরণের বিক্রয় মতবাদে প্রদানত গুরুত্ব আরোপ করা হয়?
পণ্যের প্রসার
(18) বাজারজাতকরণে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়?
ভোক্তা
(19) যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে বলা হয়-
লোভনীয় পণ্য
(20) সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারনা বহন করে?
টেকসই বাজাতকরণ