৩৭ তম বিসিএস প্রিলিমিনারী এর সম্পূর্ণ প্রশ্ন এর উপর ভিত্তি করে লাইভ কুইজ ও সমাধান

BCS 41th Question Bank 2021

196
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 120 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 26 - 50 of 195 Questions
No Title Answer
(26) প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
তদ্বিত প্রত্যয়
(27) কোন বানানটি শুদ্ধ? (মন কষ্ট)
মনঃকষ্ট
(28) ধ্বনিতত্ত্ব ও শব্দকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই ---
রসতত্ত্ব
(29) ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
স্মৃতিস্তম্ভ
(30) 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো' --- এ বাক্য কোন ধরনের ?
নির্দেশাত্মক
(31) 'পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে?
সৈয়দ শামসুল হক
(32) বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?
সমরেশ বসু
(33) 'ডিঙ্গি টেনে বের করতে হবে ।' -- কোন ধরনের বাক্যের উদাহরণ?
ভাববাচ্য
(34) জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
গঙ্গা
(35) বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
(36) 'সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল' - এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
বিশ্বব্যাংক
(37) সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো ---
সমাজ
(38) কে 'কর্তব্যের নৈতিকতা'র ধারণা প্রবর্তন করেন?
ইমানুয়েল কান্ট
(39) কোন মুল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
গণতান্ত্রিক মূল্যবোধ
(40) মুল্যবোধ দৃঢ় হয় ---
শিক্ষার মাধ্যমে
(41) প্রেটো "সদগুণ" বলতে বুঝিয়েছেন ---
প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
(42) ম্যুল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ---
উপরের সবগুলোই
(43) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
অনুচ্ছেদ ১৮
(44) "Political Ideals" গ্রন্থের লেখক কে?
রাসেল
(45) "রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।" কে এই উক্তি করেন?
মিশেল ক্যামডেসাস
(46) রহিম উত্তর দিকে ১০ মেইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন । তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন । তিনি কোন দিকে হাঁটছেন ?
দক্ষিণ
(47) "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ------- সাহেবের কথা ।"
ভুট্টো
(48) ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?
পারদ
(49) কোন বানানটি শুদ্ধ (Encyclepaedia)
Encyclopedia
(50) স্ক্র ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক ---
একই দিকে