দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা-২০২০

ACC Assistant Director Recruitment Question Bank 2020

Exam held on 28-02-2020

100
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 76 - 100 of 100 Questions
No Title Answer
(76) 'A Place for keeping bees' is ---
Apiary
(77) Which one of the following is not the synonym of 'Corruption'
Despotism
(78) Who is the author of 'Istanbul' ?
Orhan Pamuk
(79) ’মাতৃভাষায় যার ভক্তি নাই, সে মানুষ নহে’ - কার উক্তি?
মীর মোশাররফ হোসেন
(80) নিচের কোন বানানটি শুদ্ধ?(পসারিনী)
পসারিণী
(81) ’ইত্যাকার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ ---
ইতি + আকার
(82) নিচের কোনটি বাগধারা?
শিরে সংক্রান্তি
(83) ’প্রোষিতভর্তৃকা’- এর অর্থ ---
যে নারীর স্বামী বিদেশ থাকে
(84) কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? (কম-বেশি)
ঐচ্ছিক-অনাবশ্যিক
(85) ’সর্বাঙ্গীন’ শব্দের প্রকৃতি প্রত্যয় ---
সর্বাঙ্গ + ঈন
(86) ’শরতের শিশির’ বাগধারার অর্থ ---
সুসময়ের বন্ধু
(87) কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ?
যখন উদ্যত সঙ্গীন
(88) দ্বারা, দিয়ে, কর্তৃক --- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া
(89) ’আমি বাংলায় গান গাই, আমি বাংলার গাই ... ‘ গানের সুরকার ও গীতিকার কে?
প্রতুল মুখোপাধ্যায়
(90) ’বাবা’ কোন ভাষা আগত শব্দ?
তুর্কি
(91) ’বৃত্তি’ অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত কোন শব্দে?
পোদ্দারি
(92) ’স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
বন্দী শিবির থেকে
(93) ’আমার পরিচয়’ কার লেখা?
সৈয়দ সামসুল হক
(94) ’মুখচন্দ্র’ কোন সমাস?
উপমিত কর্মধারয়
(95) ’কাজটি ভালো দেখায় না’ এই বাক্যে ‘দেখায়’ ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
কর্মবাচ্যের ধাতু
(96) ’ব্যকরণ মন্জরি’ কার রচনা ?
ড. মুহম্মদ এনামুল হক
(97) তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি ?
সাধু রীতিতে
(98) কোনটি পর্তুগিজ শব্দ নয়?
অজুহাত
(99) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
পুন্ড্র
(100) বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
৬,০১৭ বর্গমাইল