বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২০

BSMMU Senior Staff Nurse Recruitment Question Bank 2020

Exam held on 16-10-2020

101
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 100 Questions
No Title Answer
(1) নিচের কোনটি ক্রোমোজোমাল ডিজিজ ?
ডাউন সিড্রোম
(2) কোন ভিটামিন তাপে নষ্ট হয় ?
ভিটামিন সি
(3) Oxytocin is a hormone released from ---
The pituitary gland
(4) নবজাতকের কত ওজন হলে জন্মের ওজন কম বলা হয় ?
২.৫ কেজির কম
(5) ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে ?
অ্যালবুমিন
(6) কোন ধরনের Fracture শিশুদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত ?
গ্রিনষ্টিক Fracture
(7) Maslow- এর hierarchy of need অনুযায়ী কোন পর্যায়ের ?
‍Physiologic need
(8) বাংলাদেশের মাতৃমৃত্যুর হার কত ?
None
(9) কোন ভ্যাকসিনটি ইন্ট্রাডার্মাল দেওয়া হয় ?
বিসিজি
(10) রক্ত দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে immediately কি করতে হয় ?
Stop blood transfusion
(11) কোনটি Isotonic solution ?
0.9% normal saline
(12) মানবদেহের লিঙ্গ নির্ধারণের জন্য ক্রোমোজোমের সংখ্যা কত ?
১ জোড়া
(13) লুপ অব হেনলি মানব শরীরের কোন অঙ্গের অংশ ?
নেফ্রন
(14) নিচের কোনটি রক্তকে পাতলা করে শরীরে কোলেস্টরল মাত্রা কমায় ?
ওমেগা 3 ফ্যাটি এসিড
(15) গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা অত্যাবশ্যকীয় ?
টিটি
(16) বাংলাদেশে প্রথম কত তারিখে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয় ?
৮ মার্চ ২০২০
(17) হাসপাতালের বর্জ্য নিরপেক্ষভাবে নিষ্পত্তিকরণের জন্য উপযুক্ত পদ্ধতি ---
পুড়িয়ে ফেলা
(18) সাধারনত একটি শিশু জন্মের পর ওজন দ্বিগুণ হয় ---
৫ মাস বয়সে
(19) Normal Cardiac Output প্রতি মিনিটে কত ?
৫ লিটার
(20) BMI কত হলে Obese বলা হয় ?
> ৩০
(21) বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগ আছে ?
৮টি
(22) What is the commonest site of bed sore ?
Back
(23) Daily requirement of iron in female is ---
10-20 mg
(24) Breast feeding মায়েদের জন্য কোন জন্মনিয়ন্ত্রণ বড়ি উপযোগী ?
mini pill
(25) ECG তে সঠিক lead-এর পরিমাণ কত ?
12