Teacher Recruitment Preliminary Question Bank Quiz and Solution Bengali and Literature 2015 প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ , ২০১৫ মুন্সিগঞ্জ , শরীয়তপুর, নড়াইল , মেহেরপুর ও ফেনী জেলার প্রশ্ন

19
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 19 of 19 Questions
No Title Answer
(1) 'আটকপালে' এর অর্থ কোনটি ?
হতভাগ্য
(2) 'আদালত' শব্দটি কোন ভাষার শব্দ ?
আরবি
(3) 'উত্তম পুরুষ' উপন্যাসটির রচয়িতা কে ?
রশীদ করিম
(4) 'কর্ম সম্পাদনে পরিশ্রমী' বাক্যের সংক্ষিপ্ত রূপ ?
কর্মঠ
(5) 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ কী হবে ?
গো + এষণা
(6) 'জায়া ও পতি' সমাস করলে কি হয় ?
দম্পতি
(7) 'নির্মল' শব্দের বিপরীত শব্দ কোনটি ?
নোংরা
(8) 'বজ্রে তোমার বাজে বাঁশি ।' এখানে 'বজ্রে' কোন কারকে কোন বিভক্তি ?
অপাদানে সপ্তমী
(9) 'মৃতের মতো অবস্থা যার' -
মুমূর্ষু
(10) 'শশাঙ্ক' শব্দের সঠিক অর্থ কোনটি ?
চাঁদ
(11) 'হ্যারি পটার' কী ?
একটি শিশুতোষ বই
(12) কোনটি 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ ?
ক্ষুধা + ঋত
(13) কোনটি খাঁটি বাংলা উপসর্গ
অজানা
(14) কোনটি বাংলা ধাতু ?
কাট
(15) তালব্য বর্ণ কোনটি ?
ই, ঈ
(16) নীচের কোন বানানটি শুদ্ধ ?
মুহূর্ত
(17) নীচের কোন শব্দটি ভুল ?
মুহুর্মুহু
(18) ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?
ধ্বনি
(19) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?
জাহান্নাম হতে বিদায়