এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) ‘ভোমরা’ স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
সাতক্ষীরা
(2) কোন গাছকে সূর্য গাছ বলা হয়?
তুলা
(3) নিচের কোন জেলায় ভারতের ছিটমহল নেই?
সিলেট
(4) বাংলাদেশের পাহাড়শ্রেণীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে —
টারশিয়ারি যুগের
(5) বাংলাদেশের মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষি খাতে নিয়োজিত?
৪৮.৪%
(6) ‘‘সেপ্টেম্বর অন যশোর রোড’’- এর লেখক কে?
জহির রায়হান
(7) চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? (Which one is the biggest religious festival of the Chakmas?)
বিজু (biju)
(8) ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? (In which district is the river Dhanshiri located?)
ঝালকাঠি (Jhalokhathi)
(9) নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় ? (Which one of the following is not a constitutional body?)
দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission)
(10) ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেষ্ট জয় করেন?
নিশাত মজুমদার
(11) বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
কুষ্টিয়া গ্রেড
(12) ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
বিশ্বব্যাংক
(13) দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?
দুর্যোগ প্রস্তুতি
(14) বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তের মধ্যে নয়?
কক্সবাজার
(15) বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
জেনারেল আতাউল গণি ওসমানী
(16) বাংলাদেশে পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়?
২ ডিসেম্বর, ১৯৯৭
(17) ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুস্থিত হয়?
থিম্পু
(18) টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
নাফ
(19) বাংলাদেশে কয়টি সরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে?
৩৪ টি
(20) দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না?
হত্যা
(21) নিম্নবর্ণিত কোন মামলায় advalorem কোর্ট ফী দিতে ...
চুক্তি বলবৎকরণ
(22) শান্তির জন্য নোবেল বিজয়ী ড. ইউনূস কোন গ্রাম থেক...
জোবরো
(23) বরেন্দ্রভূমি বলা হয়-
রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে
(24) বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধ...
১৫
(25) বাংলাদেশের সাথে একমাত্র বন্দী বিনিময় চুক্তি আছে...
থাইল্যান্ড