জনতা ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ প্রশ্নব্যাংক ২০১১ (বাংলা)

JBL Senior Officer Question Bank Bangla 2011

22
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 22 of 22 Questions
No Title Answer
(1) নিচের কোন বানান টি অশুদ্ধ?
সলীলসমাধী
(2) ‘অম্লজান’- এর ইংরেজি কি?
Oxygen
(3) ‘ঋজু’শব্দের সমার্থক শব্দ কোনটি ?
সোজা
(4) ‘কুহুক’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
মায়া
(5) ‘কেঁচেগন্ডুষ’ বাগধারাটির অর্থ কি ?
নতুন করে আরম্ভ করা
(6) ‘খোদার খাসি’ বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়?
ভাবনা চিন্তাহিন
(7) ‘দশ চক্রে ভগবান ভূত’- প্রবাদটি কি অর্থে বোঝায় ?
দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
(8) ‘পারি’ অর্থ ‘সমর্থ বা সক্ষম’ পাড়ি অর্থ কোনটি ?
পারাপার
(9) ‘বড্ড গরম লাগছে’ এখানে ‘গরম’ কোন অর্থে ব্যবহৃত ...
উষ্ণতা
(10) ‘স্টপ জেনেসাইড’ কার লেখা ?
জহির রাইহান
(11) কবুল,কলম,তুফান কোন দেশী শব্দ?
আরবি
(12) ক্যারাটে,জুতো,রিকশা, কোন দেশি শব্দ ?
জাপানী
(13) নিচের কোন বিপরীত শব্দটি শুদ্ধ?
মহাত্বা-নীচাত্বা
(14) নিচের কোনটি সঠিক নয় ?
হিরন্ময়
(15) নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাও? এখানে...
ক্ষতি স্বীকার
(16) ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি ?

বি+আ+√``কৃ+অন 

(17) ভাষার অভ্যন্তরীণ নিয়মশৃঙ্খলা আবিস্কারের নামই-
ব্যাকরণ
(18) ভাষার মৌলিক অংশ কয়টি ?
৪ টি
(19) ভাষার রূপ কয়টি ?
২ টি
(20) শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় ?
রূপ
(21) সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি ?
মাছের আশঁ
(22) সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয় ?
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়