BCS 23th Preliminary Question Bank Quiz and Solution General knowledge 2001 Part 1

26
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 26 Questions
No Title Answer
(1) অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
ইনসুলিন
(2) কম্পিউটারে কোনটি নেই?
বুদ্ধি
(3) জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
ক্রোমোসোম
(4) টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী?
সোডিয়াম মনোগ্লুটামেট
(5) তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
বায়বীয় পদার্থ
(6) পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
নিউট্রন ও প্রোটন
(7) পিসিকালচার- বলতে কী বোঝায়?
মৎস্য চাষ
(8) ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
-৪০⁰
(9) বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
একই হয়
(10) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
ট্যাকোমিটার
(11) আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
(12) এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউ...
আইসোটোপ
(13) কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
মেরু অঞ্চলে
(14) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
চুম্বক ক্ষেত্র হিসেবে
(15) তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
দস্তা (জিঙ্ক)
(16) পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
খ ও গ উভয়ই ঠিক
(17) প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
হীরা
(18) প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশী মৃদু পানি পাও...
বৃষ্টিপাত
(19) ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
এডিসন
(20) বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
পাশাপাশি দুটো দাঁতের দাগ
(21) মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
(22) মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
স্ফিগমোম্যানোমিটার
(23) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
সূর্যগ্রহণ
(24) রেক্টিফাইড স্পিরিট হল-
৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি
(25) রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
গলগণ্ড রোগ নির্ণয়ে