সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ ডাটা এন্ট্রি অপােরটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১২

SDF Data Entry Operator Preliminary Question Bank - 2012 [Mathematics]

Exam held on 13-07-2012

15
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 14 of 14 Questions
No Title Answer
(1) ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
৩৫ দিন
(2) ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর-
অর্ধেক হবে
(3) পিতা ও পুত্রের বয়সের গড় ২০ বছর। ২ বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২ বছর। পিতার বয়স কত?
২৬ বছর
(4) ১, ৪, ১৩, ৪০ ….. ধারাটির পরবর্তী পদ কত?
১২১
(5) ২, ৬, ১০, ১৪ ….. ধারাটির পরবর্তী ৭ম পদ কত?
২৬
(6) ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ করতে হবে?
২৮ জন
(7) ৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে-
৫৬
(8) ৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বছর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?
১৪ বছর
(9) একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?
২৮ দিন
(10) একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?
২ দিন
(11) একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১২%
(12) একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটি ক্রয়মূল্য কত টাকা?
৫০০
(13) কোনো পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% পরীক্ষার্থী গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
৫০
(14) দুটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশিা ৯৬ হলে পূর্ব রাশি কত?
৫৬