প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৪ (পুনঃগৃহিত ১৭ জেলা )

Primary Assistant Teacher Re-Recruitment Question Bank 2014 ( Held on 2017 of 17 Districts )

Exam held on 18-04-2014

77
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 51 - 75 of 76 Questions
No Title Answer
(51) পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের চার গুন । ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিলো । পিতা ও পুত্রের বর্তমান ব...
৩৬ ও ৯ বছর
(52) ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ......... ধারাটির দশম পদ কত ?
৫৫
(53) ১৫ টি ভেড়ার মূল্য ৫ টি গরুর মুল্যের সমান । ২ টি গরুর মুল্য ৩০০০ টাকা হলে ৩ টি ভেড়ার মুল্য কত ?
১৫০০ টাকা
(54) ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ৩ । ঐ মিশ্রণে পানির পরিমাণ কত ?
১৮ লিটার
(55) কোনো পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে এবং ৭০% বাংলায় পাস করল । উভয় বিষয়ে পাস করল ৬০% । উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে ?
১০
(56) একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হল । দ্রব্যটির বিক্রয় মুল্য কত ?
৩২০ টাকা
(57) মিউকর কি ?
একটি ছত্রাক
(58) Dead Sea কোথায় অবস্থিত ?
ইসরাইল ও জর্ডানের মধ্য
(59) জাতীয় সৃতিসৌধের ফলক কয়টি ?
৭ টি
(60) যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্য স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত ?
প্রথম ভার্সাই চুক্তি
(61) বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় ?
৭ এপ্রিল
(62) ANZUS কোন ধরনের সংগঠন ?
সামরিক
(63) বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ?
বৈলাম
(64) উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন ?
ডাঃ জোহরা বেগম কাজী
(65) কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে ?
জাপান
(66) ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল ?
১১৭৬
(67) ফরাসী বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয় ?
১৭৮৯
(68) আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায় ----
যে শব্দ কোন কোন জীবজন্তু শুনতে পায়
(69) Natural protein এর code নাম----
p-49
(70) নাইট্রজনের প্রধান উৎস কোনটি ?
বায়ুমণ্ডল
(71) উপকুলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের ব্যবধান হল---
১২ ঘণ্টা
(72) কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল ?
জিপসাম
(73) চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ----
কোনটিই নয়
(74) সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে ?
যুক্তরাষ্ট্র
(75) সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয় কোথায় ?
লাল আলোতে