প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৪ (পুনঃগৃহিত ১৭ জেলা )

Primary Assistant Teacher Re-Recruitment Question Bank 2014 ( Held on 2017 of 17 Districts )

Exam held on 18-04-2014

77
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 76 Questions
No Title Answer
(1) 'He asked me when the next letter would come' বাক্যের direct speech হচ্ছে -
He said to me, ''When will the next letter come?''
(2) নীচের কোন বাক্যটি সঠিক -
I felt his pulse
(3) Choose the correct sentence ;
The police were informed of the matter
(4) Identify the correct sentence -
She had faith in and hopes for the future
(5) Which of the following words is wrong in spelling ?
Cholera
(6) Choose the correctly spelt word -
accelerate
(7) 'To keep one's head' means -
to keep calm
(8) 'Maiden speech' means -
first speech
(9) 'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি ?
বঙ্কিম
(10) সঠিক উত্তর কোনটি ?
হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
(11) অশুদ্ধ শব্দ কোনটি ?
বীণাপানি
(12) নীচের কোনটি শুদ্ধ ?
সৌজন্য
(13) 'ঝাকের কই' বাগধারাটির অর্থ কি -
একই দলের লোক
(14) বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক ?
বকধার্মিক, বিড়াল তপস্বী
(15) 'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি ?
অগভীর সতর্ক নিদ্রা
(16) সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
সংস্কৃত
(17) কোন শব্দটি তৎপুরুষ শব্দ ?
মধুমাখা
(18) জসীমউদ্দীন এর শ্রেষ্ঠ কাহিনিকাব্য কোনটি ?
নকশী কাথার মাঠ
(19) কবর কবিতায় কতটি পংত্তি আছে ?
১১৮
(20) অপরাজিত " উপন্যাসের লেখক কে ?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(21) ক্রীতদাসের হাসি ' উপন্যাসের লেখক কে ?
শওকত ওসমান
(22) কান্নায় শোক কমে , "কান্নায়" কোন কারক ?
অধিকরণ কারক
(23) কান্নায় শোক কমে , কান্নায় কোন কারক ?
অধিকরণ কারক
(24) সব ঝিনুকে মুক্তা মেলে না ,এখানে "ঝিনুকে " কোন কারকে কোন বিভক্তি ?
অপাদানে ৭মী
(25) ঐতিহাসিক নাটক কোনটি ?
নুরজাহান