×

Error message

  • Deprecated function: Return type of DatabaseStatementBase::execute($args = [], $options = []) should either be compatible with PDOStatement::execute(?array $params = null): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2244 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::current() should either be compatible with Iterator::current(): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::next() should either be compatible with Iterator::next(): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::key() should either be compatible with Iterator::key(): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::valid() should either be compatible with Iterator::valid(): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::rewind() should either be compatible with Iterator::rewind(): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).

alfa

আলফা রশ্মি :

১)    আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত আলফা কণার প্রবাহ।

২)    ভর বেশি হওয়ায় এই রশ্মির ভেদন ক্ষমতা কম।

৩)    এই রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়।

৪)    এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস।

৫)    স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় কয়েক সেন্টিমিটার বায়ু বা ধাতুর পাতলা শিট দ্বারা এর গতি থমকে দেওয়া হয়।



বিটা রশ্মি :

১)    এই রশ্মি ঋণাত্বক আধানযুক্ত।

২)    এই রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।

৩)    এই রশ্মি অতি উচ্চ দ্রুতি সম্পন্ন ইলেকট্রনের প্রবাহ। এর ভর ইলেকট্রনের সমান।

৪)    ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে।

৫)    এ রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি। ০.০১ মিমি পুরু এলুমিনিয়ামের পাত ভেদ করতে পারে।



গামা রশ্মি :

১)    এই রশ্মি  আধান নিরপেক্ষ।

২)    এই রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।

৩)    ্এই রশ্মির দ্রুতি আলোর সমান। এর কোন ভর নেই।

৪)    ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে।

৫)    এ রশ্মির ভেদন ক্ষমতা আলফা এবং বিটা রশ্মির চেয়ে অনেক বেশি।



গামা রশ্মির ক্ষতিকর :

১)    এ রশ্মি শরীরে পড়লে ত্বক নষ্ট হয়ে যায়।

২)    মাথার চুল পড়ে যায়।

৩)    এ রশ্মির ফলে ক্যান্সার ও টিউমার হতে পারে।

৪)    ক্রমাগতভাবে এ রশ্মি দেহে পড়লে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

 

Similar Articles