রান নেয়ার সময় ব্যাটসম্যান নিজেই ফিল্ডারের বল ফিরিয়ে দিলে বা রান আউটের ক্ষেত্রে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বাধা দিলে সেটাকে সাধারণ ভাবে অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড বলে ।

ওয়ানডেতেঃ ওয়ানডেতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ হয়ে প্রথমবার এই আউটের শিকার হয়েছিলেন রমিজ রাজা। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে করাচিতে ৯৯ রানে এই আউট হয়েছিলেন পাকিস্তানি ওপেনার। পাকিস্তানের একজন এই আউটের খাতা খুলেছিলেন বলেই কিনা, ব্যতিক্রমী এই আউটে পাকিস্তানি ব্যাটসম্যানদেরই জয়জয়কার! ছয়বারের মধ্যে চারবারই 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' হয়েছেন দেশটির ব্যাটসম্যানরা। রমিজ ছাড়াও ২০০৬ সালে ভারতের বিপক্ষে পেশোয়ারে আউট হয়েছিলেন ইনজামাম-উল-হক। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই আউট হয়েছিলেন দুজন পাকিস্তানি ব্যাটসম্যান। মার্চে ডারবানে আউট হয়েছিলেন মোহাম্মদ হাফিজ আর নভেম্বরে পোর্ট এলিজাবেথে হয়েছিলেন আনোয়ার আলি। ভারতের মহিন্দর অমরনাথ এই আউট হয়েছেন , ১৯৮৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আহমেদাবাদে।

টেস্ট ক্রিকেটেঃ মাত্র একজনই টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড হয়েছেন । তিনি ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, স্যার লেন হাটন ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে ২৮ রানে এই আউট হয়েছিলেন ।

Subject

General knowledge