বিশ্বের অন্যতম এক রহস্য স্টোনহেঞ্জ(stonehenge), যা ইংল্যান্ডের উইল্টশায়ার সমতল ভূমির প্রায় ৮ মাইল উত্তরে অবস্থিত। স্টোনহেঞ্জ নিওলিথিক এবং ব্রোঞ্জ যুগের একটি স্তম্ভ যা মানমন্দির হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। এটি ইংল্যান্ডের উইল্টশায়ারের অ্যামাসবারির নিকটে অবস্থিত। স্টোনহেঞ্জ এর সবচাইতে বড় রহস্য যে এটি কিভাবে বানানো হল। 

এতে বৃত্তাকারে বড় বড় দণ্ডায়মান পাথর রয়েছে এবং এগুলোর চতুর্দিকে মৃত্তিকা নির্মিত বাঁধ রয়েছে। আনুমান করা হয় ৫০০০ বছরেরও অধিক বয়সী প্রথম স্টোনহেঞ্জ স্থাপনাটি সম্ভবত ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে অন্যতম।

Subject

General knowledge