বিশ্ব ব্যাংকের (ঢাকাসহ) অফিসের বর্তমান নাম- ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ফিল্ড অফিস।
বাংলাদেশের ব্যক্তিদের ক্ষেত্রে করের আয়সীমা- ১,৬৫,০০০ টাকা।
মূল্য সংযোজন কর একটি- পরোক্ষ কর।
বাংলাদেশের জাতীয় আয়ের সিংহ ভাগ আসে- কৃষিখাত থেকে।
বাংলাদেশের সাথে কোন প্রকার বাণিজ্যিক ও ক'টনৈতিক সম্পর্ক নেই- ঈসরাইলের।
প্রাচীন বাংলার অর্থশাস্ত্র- কৌটিল্য বা চানক্যর অর্থশাস্ত্র।
বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন- তাজউদ্দীন আহমেদ।
মূল্য সংযোজন কর চালু হয়- ১ লা জুলাই ১৯৯১ সালে।
বাংলাদেশকে কত সালে দারিদ্র মুক্ত ঘোষণা করা হয়- ২০২০ সালে।
প্রত্যক্ষ আওতায় পড়ে- আয়কর।
বাংলাদেশ প্রচলিত আছে- মুক্ত বাজার অর্থনীতি (১৯৯১ সাল থেকে)
বাংলাদেশের অর্থনীতি- মিশ্র অর্থনীতি।
বাংলাদেশ ব্যাংক গঠিত হয়- ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।
বাংলাদেশ ব্যাংকের আদি না- স্টেট ব্যাংক অব পাকিস-ান।
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর- এ,এন,হামিদুল্লাহ।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর- ডাঃ আতিউর রহমান (৯ম)
বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক- আরব ব্যাংক।
সোনালী ব্যাংকের পূর্ণ নাম- ন্যাশনাল ব্যাংক অব পাকিস-ান।
বাংলাদেশে বিশেয়াষিত  ব্যাংক হচ্ছে- কৃষি ব্যাংক।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারমান- ডঃ মোহাম্মদ ইউনুস (১৯৮৩ সালে)
বাংলাদেশ ব্যাংকের স'পতি- শফিউল কাদের।
২০০৬ সালে শান্তিতে নোবেল পায়- গ্রামীণ ব্যাংক এবং ডঃ মোহাম্মদ ইউনুস ।
প্রথম মহিলা মহাব্যবস্থাপক- বাংলাদেশ ব্যাংক- নাজনীন সুলতানা।
সোনালী ব্যাংক- আসিনা হামিদ।
ব্যাংকের সুদের হার-৫%
উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন- লর্ডক্যানিং (১৮৫৭ সালে)
সার্কভূক্ত কোন দেশের সথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই- মালদ্বীপ।
বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৭৫ সালে।
বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৭২ সালে।
উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয়- মোঘল আমলে।
বিশ্বের সবচেয়ে প্রাচীন ব্যাংক- সানসী (খৃঃপূর্ব ৬০০ অব্দে চীনে প্রতিষ্ঠিত)।
বিশ্বের প্রথম সরকারি ব্যাংক- ব্যাংক অব ভেনিস (ইতালি)।
বিশ্বের প্রথম সংগঠিত কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব ইংল্যান্ড।
উপমহাদেশের প্রথম ব্যাংক (হিন্দুস'ান ব্যাংক (১৭০০)।
মুদ্রাসি'তির কারণ মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন' জাতীয় উৎপাদন হ্রাস।
উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাশ- ১৮৩৫ সালে।
বাংলাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু ১৮৫৭ সালে।
বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে- টঝঅ হতে।
বর্তমান বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে- জাপান।
বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী গোষ্ঠী- আইডিএ
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে- ভারত থেকে।
উন্নয়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম গ্রহণ করে- স্ট্যলিন (রাশিয়া)।
উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করে- লর্ড ক্যানিং (১৮৬১)।
বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন- তাজউদ্দীন আহমেদ (৩০ জুন ১৯৭২)
বাংলাদেশের বাজেট- অর্থনৈতিক বাজেট। (ঘাটতি বাজেট)।
বাংলাদেশে সরাসরি সবচেয়ে বিনিয়োগকারী দেশ- যুক্তরাষ্ট্র।
বাণিজ্যিক সম্পর্ক আছে কিন' ক'টনৈতিক সম্পর্ক নেই- তাইওয়ানের সাথে।

Subject

Bangladesh