BCS 32th Preliminary Question Bank Quiz and Solution General knowledge 2012 part 2

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুত খরচ বলতে বুঝায়-
এক কিলোওয়াট ঘন্টা
(2) অপটিক্যাল ফাইভারে আলোর কোন ঘটনাটি ঘটে?
অভ্যন্তরীণ প্রতিফলন
(3) উদ্ভিদের বৃদ্ধি নির্নায়ক যন্ত্র-
ক্রেসকোগ্রাফ
(4) এন্টিবায়োটিকের কাজ-
জীবানু ধ্বংস করা
(5) কম্পিউটার ভাইরাস কি?
একটি ক্ষতিকারক প্রোগ্রাম
(6) কোনটি জৈব অম্ল?
এসিটিক এসিড
(7) কোনটি তারবিহীন দ্রতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ওয়াইম্যাক্স
(8) ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
রেক্টিফায়ার হিসেবে
(9) দুধে থাকে-
ল্যাকটিক এসিড
(10) পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
ট্রান্সফরমার
(11) পিতলের উপাদান হলো-
তামা ও দস্তা
(12) বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’-
উন্নত জাতের গমের নাম
(13) বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
৫০ হার্জ
(14) ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
ছায়াবৃত্ত
(15) মডেমের মধ্যে যা থাকে তা হলো-
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
(16) মাশরুম এক ধরণের-
ফাঙ্গাস
(17) মৌমাছির চাষ হলো-
এপিকালচার
(18) যকৃতের রোগ কোনটি?
জন্ডিস
(19) যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো-
নিয়ত বায়ু
(20) স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়-
নাইট্রিক এসিড