BCS 26th Preliminary Question Bank Bangla 2004 Part-2

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
সূর্যদীঘল বাড়ী
(2) ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
সমাস
(3) ‘পাখি সব করে রব রাতি পোহাইল’-পংক্তির রচয়িতা কে?
মদন মোহন তর্কলঙ্কার
(4) ‘বনফুল’ কার ছদ্মনাম?
বলাইচাঁদ মুখোপাধ্যায়
(5) ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
(6) ‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম...
মিশ্র বাক্য
(7) ‘লাঠালাঠি’ এটি কোন সমাস?
ব্যতিহার বহুব্রীহি সমাস
(8) কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
আনন্দময়ীর আগমনে
(9) কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?.
মৃত্যুক্ষুধা
(10) কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
পাকা আম
(11) টা, টি, খানা ইত্যাদি
পদাশ্রিত নির্দেশক
(12) তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’ -রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
শেষলেখা
(13) প্র, পরা, অপ
সংস্কৃত উপসর্গ
(14) ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
সিন্ধুহিন্দোল
(15) দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
এজেন্ট
(16) ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
নাটক
(17) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
১৯৯৯
(18) উপসর্গ কোনটি?
অতি
(19) কোন শব্দটি ফারসি?
পেরেশান
(20) বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৫