lecture

পুরস্কার বিজয়ী:

ইসামু আকাসাকি

হিরোসি আমানো

সুজি নাকামুরা

অবদান:

Light Emitting Diode (LED) থেকে নীল আলো উৎপাদনের কৌশল আবিষ্কার।

ঘোষণা:


৭ অক্টোবর ২০১৪।

 

জ্বালানী সাশ্রয়ী উজ্জ্বল আলো তৈরি করতে পারে এমন নীল LED উদ্ভাবনের জন্য ২০১৪ সালে পদার্থবিজ্ঞনে নোবেল পুরস্কার লাভ করেন তিন বিজ্ঞানী । এ আবিষ্কারের ফলেই স্মার্টফোন, LED টিভি মধ্যবিত্তদেরও হাতের নাগালের মধ্যে রয়েছে।

প্রাসঙ্গিক তথ্য:

 একটি LED বাতি ১৬টি সাধারণ বাতি অথবা ৭০টি ফ্লুলোসেন্ট বাতি সমান আলো দেয়। একটি সাধারণ বাতি যেখানে গড়ে ১,০০০ ঘন্টা আলো দেয়, সেখানে LED বাতি ১,০০,০০০ ঘন্টা আলো দিতে পারে । রুশ বিজ্ঞানী ওলেগ লোসেভ প্রথম LED আবিষ্কার করেন ১৯২৭ সালে। তবে ব্যবহারিক ক্ষেতে তার ফলিত প্রয়োগ শুরু হয় ১৯৬০ -এর দশকে।

Subject

International