×

Error message

  • Deprecated function: Return type of DatabaseStatementBase::execute($args = [], $options = []) should either be compatible with PDOStatement::execute(?array $params = null): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2244 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::current() should either be compatible with Iterator::current(): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::next() should either be compatible with Iterator::next(): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::key() should either be compatible with Iterator::key(): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::valid() should either be compatible with Iterator::valid(): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::rewind() should either be compatible with Iterator::rewind(): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).

প্রশ্নঃ মধুসূদন দত্ত কবে, কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ২৫ জানুয়ারি, ১৮২৪ সালে; যশোরের সাগরদাঁড়িতে।

প্রশ্নঃ তিনি মূলত কী ছিলেন?

উত্তরঃ কবি ও নাট্যকার।

প্রশ্নঃ তিনি কোন কোন ভাষায় দক্ষ ছিলেন?

উত্তরঃ গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, হিব্রু, পারসি, জার্মান, ইটালিয়ান, তামিল ও তেলেন্ড।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের রচিত ও প্রকাশিত পথম গ্রন্থের নাম কী?

উত্তরঃ ক্যাপটিভ লেডি (১৮৪৯; ইংরেজিতে লেখা)

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম কী?

উত্তরঃ শর্মিষ্ঠা (১৮৫৯)

প্রশ্নঃ তিনি আর কী কী বাংলা নাটক রচনা করেন?

উত্তরঃ পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১)।

প্রশ্নঃ ‘কৃষ্ণকুমারী’ কোন জাতীয় নাটক?

উত্তরঃ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক।

প্রশ্নঃ মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনীকে অবলম্বন করে তাঁর রচিত কাহিনীর নাম কী?

উত্তরঃ তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)

প্রশ্নঃ মেঘনাদবধ কাব্যের কাহিনী কোন মহাকাব্য থেকে গৃহীত হয়েছে?

উত্তরঃ সংস্কৃত মহাকাব্য রামায়ণ।

প্রশ্নঃ তিনি বাংলা কাব্য সাহিত্যে কিসের স্রষ্টা?

উত্তরঃ অমিত্রাক্ষর ছন্দের

প্রশ্নঃ বাংলা ভাষায় কী রচনায় তাঁর কৃতিত্ব প্রথম?

উত্তরঃ চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬) সনেট

প্রশ্নঃ তিনি কার অনুকরণে চতুর্দশপদী কবিতাবলী বা সনেট রচনা করেন?

উত্তরঃ ইতালীয় কবি পেত্রার্ক।

প্রশ্নঃ তিনি হোমারের ‘ইলিয়াড’-এর উপাখ্যান অবলম্বন করে বাংলা গদ্যে কী রচনা করেন?

উত্তরঃ হেকটর বধ (১৮৭১)

প্রশ্নঃ মধুসূদন দত্তকে কী বলা হয়?

উত্তরঃ বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। কারণ সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ তিনিই প্রথম করেন।

প্রশ্নঃ তিনি কোথায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন?

উত্তরঃ পদ্মাবতী নাটকে।

প্রশ্নঃ মধুসূদন আর একটি মহাকাব্য লিখতে চেয়েছিলেন কোন কাহিনী নিয়ে?

উত্তরঃ কারবালার কাহিনী।

প্রশ্নঃ ‘বীরাঙ্গনা’ কে রচনা করেছেন?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ এবং ‘একেই কী বলে সভ্যতা’ মধুসূদনের কোন শ্রেণীর রচনা?

উত্তরঃ প্রহসন।

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?

উত্তরঃ তিলোত্তমা সম্ভব (১৮৬০)।

প্রশ্নঃ আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত রচিত কোন নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডী হিসেবে পরিচিত?

উত্তরঃ কৃষ্ণকুমারী।

প্রশ্নঃ বাংলা ভাষার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? এটি কোন ছন্দের রচিত?

উত্তরঃ  মেঘনাদবধ, অমিত্রাক্ষর ছন্দের রচিত।

প্রশ্নঃ মধুসূদন দত্ত তাঁর কোন কাব্যে মানুষের ব্যক্তিত্বের নবজাগরণ ও মানব ভাগ্যের বিড়ম্বনার কাহিনী লিপিবদ্ধ করেন?

উত্তরঃ  মেঘনাদবধ মহাকাব্যে।

প্রশ্নঃ মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি?

উত্তরঃ শর্মিষ্ঠা

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?

উত্তরঃ মধুসূদনের মেঘনাদবধ।

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ মধুসূদন দত্ত সর্বপ্রথম কোন নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন।

উত্তরঃ পদ্মাবতী।

প্রশ্নঃ মধুসূদন দত্ত কত সালে নিজ ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং নামের পূর্বে মাইকেল যুক্ত করেন?

উত্তরঃ ১৮৪৩ সালে।

প্রশ্নঃ তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ ২৯ জুন, ১৮৭৩; কলকাতায়।

Similar Articles