মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক ২০১২-১৩

Medical Question Bank 2012-13

101
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 51 - 75 of 100 Questions
No Title Answer
(51) ’মাদার তেরেসা’ নিম্নের কোন দেশে জন্মগ্রহণ করেন?
আলবেনিয়া
(52) ”যে সব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন” তাকে বলে-
অসমদিক ধর্মী বস্তু
(53) 15 gm খড়িমাটি CaCO3 অধিক তাপে পুড়ালে কী পরিমাণ (gm) চুন (CaO) পাওয়া যাবে।
10.6
(54) 32 gm অক্সিজেনে অণুর সংখ্যা-
6.023×1023
(55) 5gmO2 তৈরীতে নিম্নলিখিত কত গ্রাম KClO3 প্রয়োজন (K = 39.1, Cl= 35.5)
12.77
(56) Antonym of the word "Urbane" is-
Uncouth
(57) Choose the appropriate preposition in the blank "He died------accident"
by
(58) The correct translation of ”আমার বমি বমি লাগছে” is-
I feel nausea
(59) The incorrect sentence is-
You should not pride of your health
(60) The synonym for "Assent" is-
Jump
(61) Which one of the following is correct indirect speech of the sentence "He said, do you know me"?
He inquired whether I know him
(62) Which one of the following is the correct affirmative form of the sentence "You can not but do it"?
You must do it
(63) Which one of the following is the correct negative form of the sentence "Every mother loves her child".
There is no mother who does not love her child
(64) অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটি?
10-3m-4x10-7m
(65) আরশোলার পরিপাকীয় খাদ্য পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে পরিশোষিত হয়?
ক্রপ ও যকৃত
(66) আলোর প্রভাবে যে বিক্রিয়াটি সংঘটিত হয়?
H2+Cl2=2HCl
(67) এক ব্যক্তি সূর্যেোদয়ের দিকে 12m যাবার পর ঠিক উত্তর দিকে ঘুরলো এবং 5m গেল। তার সরণ কত মিটার?
13
(68) একটি বৈদ্যুতিক হিটার 220 volt সরবরাহ লাইন হতে 1 amp প্রবাহ গ্রহণ করে। হিটারটি 400 ঘন্টা ব্যবহার করলে কত KWH ব্যয় হবে।
88
(69) কৃষ্ণ গহ্ববের আবিষ্কারক কে?
জন হুইলার
(70) কোনটি N2O এর ধর্ম নয়?
দুর্গন্ধময়
(71) কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত?
ক্রোমাটোফোন
(72) ক্রেবস চক্র সংঘটিত হয়-
মাইটোকন্ড্রিয়ায়
(73) ক্লোরিনের পরমাণু ভর সংখ্যা 35 হলে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা নিম্নের কোনটি?
প্রোটন 17 নিউট্রন 18
(74) জিন এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
আত্ম প্রজননে অক্ষম
(75) তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে নিম্নের কোন কণা কাজ করে?
ফোটন