বলবিদ্যার জনক হিসাবে পরিচিত। গতিসূত্র প্রদান করার জন্য এবং ক্যালকুলাস নামক গণিতশাস্ত্র উদ্ভাবনের জন্য তিনি বিখ্যাত। এই মহাবিজ্ঞানী ১৬৪২ সালে ইংল্যান্ডে জন্ম গ্রহণ করেন এবং ১৭২৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।  পদার্থ বিজ্ঞানে বল, ক্রিয়া ও প্রতিক্রিয়া, গতির সূত্র, মহাকর্ষ সূত্র, আলোর বিচ্ছুরণ প্রভৃতি মৌলিক তত্ত্ব প্রদান করেন। তিনি কিভাবে মহাকর্ষ বলের প্রভাবে গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে থেকে সূর্যের চারদিকে ঘুরছে  এর ব্যখ্যা প্রদান করেন। তাকে তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হত।

Subject

International