জন্মঃ  ৯ মার্চ ১৯৫৯ (বয়স ৫৬)

জাতীয়তাঃ জাপানি

প্রতিষ্ঠানঃ ইন্সটিটিউট ফর কসমিক রে রিসার্চ, টোকিও বিশ্ববিদ্যালয়

উল্লেখযোগ্য পুরস্কারঃ
আসাহি পুরুস্কার (১৯৮৮)
Bruno Rossi Prize (1989)
নিশিনা স্মৃতি পুরুস্কার (১৯৯৯)
Panofsky Prize (2002)
জাপানা একাডেমি পুরুস্কার (২০১২)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরুস্কার (২০১৫)

একজন জাপানী পদার্থবিজ্ঞানী ৷ ১৯৫৯ সালে জাপানের হিগাইশিমাতসুয়ামা, সাইতামায় জন্ম গ্রহণ করেন। কামিওকান্দে এবং এর উত্তরসূরি সুপার-কামিওকান্দে-এ নিউট্রিনো-এর উপর গবেষণার জন্য তিনি বিখ্যাত। ২০১৫ সালে তিনি যৌথভাবে কানাডার আর্থার ম্যাকডোনাল্ডের সাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

Subject

International