mishor

গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রাচীন মিশরীয় সভ্যতাকে “নীল নদের দান” বলেছিলেন। এই সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। এ নদের বয়ে আনা পলিমাটি দিয়ে মিশরে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে। আজ থেকে আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে সেখানে বিকাশ লাভ করে মিশরীয় সভ্যতা (Egyptian Civilization)। শুধু কৃষিই নয়, নীল নদকে কেন্দ্র করে এ সভ্যতার পুরো অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল।

খ্রিস্টপূর্ব ৫০০০ সালে মিশর নীল নদ দ্বারা উচ্চ (উত্তর) ও নিম্ন (দক্ষিণ) মিশরে বিভক্ত ছিল। দুটো অঞ্চল মিলে ৪০টি নোম বা নগর ছিল। ফারাও মেনসের নেতৃত্বে খ্রিস্টপূর্ব ৩২০০ সালে দুই অংশ একত্র হয়। শুরু হয় প্রথম রাজবংশের শাসনকাল। ৩১টি রাজবংশ প্রায় ৩০০০ বছর প্রাচীন মিশরে রাজত্ব করেছে। খ্রিস্টপূর্ব ৩৩২ সালে গ্রিক বীর আলেকজান্ডার মিশর দখল করলে মিশরে গ্রিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং খ্রিস্টপূর্ব ৩০ সালে রোমান সম্রাট অগাস্টাসের কাছে রানী ক্লিওপেট্রার পরাজয়ের সাথে সাথে মিশরে রোমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

Subject

International