সাতসি ওমারা
জন্মঃ ১২ জুলাই, ১৯৩৫
জাতীয়তাঃ জাপান

সাতসি ওমারা  ইমানাশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। তিনি এম.এস এবং পিএইচডি টোকিও বিশ্ববিদ্যালয়  থেকে ফার্মাসিউটিক্যাল সায়ন্স,  রসায়ন বিভাগে পাস করেন।. তিনি মূলত অণুজীবের মধ্যে ঘটমান বিভিন্ন ওষুধ আবিষ্কার এবং উন্নয়নের জন্য পরিচিত হন।তিনি যৌথভাবে ২০১৫ সালে উইলিয়াম সি ক্যাম্পবেল এবং পেচকের ইয়ইয়তুর সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন.