‘মিউকর’ একটি : ছত্রাক।
> আখ গাছের জন্য ক্ষতিকর : মাজরা পোকা।
> চিরহরিৎ উদ্ভিদ বলা হয় : যাদের পাতা বিশেষ ঋতুতে ঝরে পড়ে না।
> কলার চারা রোপণের সময় পাতা কেটে ফেলা হয় : প্রস্বেদন রোধ করার জন্য।
> শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলে : পাতাকে।
> জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো : ভাইরাস।
> পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল।
> ইরাটম : উচ্চ ফলনশীল ধান।
> নিরপেক্ষ দিনের উদ্ভিদ হলো : টমেটো।
> ‘ডাল’ হলো : উদ্ভিজ্জ আমিষ।
> লেবুতে যে এসিড পাওয়া যায় : সাইট্রিক এসিড।
> মানুষের দর্শনাভূতির স্তায়িত্ব কাল : ০.১ সেকেন্ড।
> মানুষের শরীরে ভিটামিন পাওয়া যায় : ১২ ধরনের।
> কোলেষ্টরেল হলো : এক ধরনের চর্বি। বিগত পরীক্ষার প্রশ্ন:
> এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
> আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )মহাকাশ বিজ্ঞান:
> ছায়াপথ : গ্যালিক্সির একটি অংশ বিশেষ।
> সর্ব নক্ষত্রই : গতিশীল।
> চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, কারণ : বায়ুমণ্ডলীয় প্রতিসরণ।
> পৃথিবী মহাকাশের একটি : জ্যোতিষ্ক।
> সৌরজগতের যে দুটি গৃহের উপগ্রহ নেই : বুধ ও শুক্র।
> ‘শান্ত সমুদ্র’ অবস্থিত : চাঁদে। বিগত পরীক্ষার প্রশ্ন:
> যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
> ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )ভূগোল ও পরিবেশ বিজ্ঞান:
> প্রাথমিক শিলা বলা হয় : আগ্নেয় শিলাকে।
> চলন্ত বরফের স্তুপকে বলা হয় : হিমবাহ।
> চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে : অমাবস্যা তিথিতে।
> সমুদ্র স্রোতের অন্যতম কারণ : বায়ু প্রবাহের প্রভাব।
> পাললিক শিলার অপর নাম : স্তরীভূত শিলা।
বিগত পরীক্ষার প্রশ্ন:
> সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS)
> সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
> দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)

Subject

Biology