Noble Prize

Prize Field: 
Prize Authority: 
Host Country: 

১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি এই মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।

 

  • বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার-
    • নোবেল পুরস্কার।
  • নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়-
    • ১৯০১ সাল থেকে।
  • কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন কোন বিষয়ে-
    • ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। যথা-পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অর্থনীতি, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তি। (প্রথমে ৫টি ক্ষেত্রে দেওয়া হত)।
  • নোবেল পুরস্কার ঘোষণাকারী সংস্থা-৪টি

(১) নোবেল কমিটি অবদ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট-শান্তি।

(২) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স-পদার্থ বিদ্যা, রসায়নশাস্ত্র ও অর্থনীতি।

(৩) সুইডিশ একাডেমি-সাহিত্য।

(৪) ক্যারোলিনস্কো ইনষ্টিটিউট-চিকিৎসা

 

  • পদার্থ বিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পান-
    • জার্মানীর উইলহেম কনরাড রঞ্জন।
  • রসায়ন বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান-
    • নেদারল্যান্ডের জেকোবাস ভ্যান্ট হফ।
  • চিকিৎসা বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পাওয়ার সৌভাগ্য অর্জন করেন-
    • জার্মানীর এমিল ফন বেহরিং।
  • শান্তিতে সর্ব প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন-
    • সুইজারল্যান্ডের জ্যাঁ হেনরী ডুনান্ট ও ফ্রান্সের ফ্রেডারিক প্যাসি।
  • সাহিত্যে সর্ব প্রথম নোবেল পুরস্কার পাওয়ার কৃতিত্ব অর্জন করেন-
    • ফ্রান্সের সুলি প্রুধোম।
  • সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা
    • সুইডেনের সেলমা লেগারলফ।
  • নোবেল পুরস্কারের ইতিহাসে এককভাবে দুবার নোবেল পুরস্কার পান-
    • আমেরিকার লিনাস পলিং (১৯৫৪ সালে রসায়নে ও ১৯৭২ সালে শান্তিতে)।
  • বারাক ওবামা শান্তি নোবেল বিজয়ী-
    • ৪র্থ প্রেসিডেন্ট।

Requested content will be updated Soon

... Please check again later.