The Nobel Foundation

নোবেল ফাউন্ডেশন ১৯০০ সালে বিশিষ্ট বিস্ফোরক বিজ্ঞানী স্যার আলফ্রেড নোবেল এর চিন্তাভাবনা কে বাস্তবে রূপায়িত করতে প্রতিষ্টা করা হয়। এর প্রধান কাজ ছিল নোবেল পুরস্কার এর অর্থনৈতিক ভিতকে মজবুত করা, যাতে এই পুরস্কার সিলেকশন ও প্রদানে স্বচ্ছতা ও অর্থের যোগানের নিশ্চয়তা থাকে ।

কারা নোবেল বিজয়ীদের নির্বাচন করে? ১। রয়েল সুইডিশ একাডেমী অফ সাইন্সেসঃ পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল বিজয়ীদের নির্বাচন করে। ২।কেরলিন্সকা ইন্সটিটিউটঃ মনোবিদ্যা এবং চিকিৎসায় নোবেল বিজয়ীদের নির্বাচন করে । ৩।সুইডিশ একাডেমীঃ সাহিত্যে ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নির্বাচন করে।