Page 1 of 1

Question 1

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
শেষের কবিতা
বলাকা
ডাকঘর
কালান্তর

Question 2

‘আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।’-এই বাক্যে ‘আকাশে’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী

Question 3

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা

Question 4

শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
পথের দাবী
নিষ্কৃতি
চরিত্রহীন
দত্তা

Question 5

উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
অব্যয় ও শব্দাংশ
নতুন শব্দ গঠন
উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে
ভিন্ন অর্থ প্রকাশে

Question 6

জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
রাখালী
সোজন বাদিয়ার ঘাট
নকশী কাঁথার মাঠ
বালুচর

Question 7

কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’
কবিতা
পত্রিকা
উপন্যাস
ছোটগল্প

Question 8

‘অক্ষির সমীপে’-এর সংক্ষেপেণ হল-
সমক্ষ
পরোক্ষ
প্রত্যক্ষ
নিরপেক্ষ

Question 9

নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যানীয়েষু
আষাঢ়

Question 10

তুমি এতক্ষণ কী করেছ?-এই বাক্যে কী কোন পদ?
বিশেষণ
অব্যয়
সর্বনাম
ক্রিয়া

Question 11

ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে বলেছেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
বলাইচাঁদ মুখোপাধ্যায়
প্রমথ চৌধুরী

Question 12

‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
প্রত্যয়জনিত
উপসর্গজনিত
বিভক্তিজনিত

Question 13

‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
কাব্য
নাটক
উপন্যাস
প্রবন্ধ

Question 14

‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সুকুমার সেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল হক

Question 15

কার মাথায় হাত বুলিয়েছে-এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
স্বভাব নষ্ট করা
স্পর্ধা বাড়া
ফাঁকি দেয়া
কোন উপায়ে

Question 16

কোনটি সঠিক?
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
কাঁদো নদী কাঁদো (কাব্য)
বহ্নিপীর (নাটক)
মহাশ্মশান (নাটক)

Question 17

‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
হাসান হাফিজুর রহমান
জহির রায়হান
শহীদুল্লাহ কায়সার
আনোয়ার পাশা

Question 18

কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
আশা-আকাঙ্ক্ষার সমর্থনে
ভবিষ্যতের বাঙ্গালী
উন্নত জীবন
সভ্যতা

Question 19

জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
অরণ্য
পর্বত
স্থাবর
সমুদ্র