Page 1 of 1

Question 1

সাম্প্রতিক কোন আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে?
পাটের জিনতত্ত্ব
ডায়রিয়ার ভ্যাকসিন
ধানের জিনতত্ত্ব
হিগস বোসন কণা

Question 2

কোন সালকে ’মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে?
২০২১
২০২২
২০২০
২০১৯

Question 3

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯২১
১৯১১
১৯১৭
১৯০৫

Question 4

কোনটি শহীদ বুদ্ধিজীবি দিবস?
১৪ ডিসেম্বর
১৬ ডিসেম্বর
১০ ডিসেম্বর
১২ ডিসেম্বর

Question 5

কোনটি বৃহত্তম ভগ্নাংশ?
১২/১৫
৫/৬
১৭/২১
১১/১৪

Question 6

ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?
শব্দ
বর্ণ
বাক্য
ধ্বনি

Question 7

একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে, পরিসীমা কত?
৬০ বর্গমিটার
৩২ মিটার
৩২ বর্গমিটার
১৬ মিটার

Question 8

১৯৭১ সালে কোন গ্রামের নামকরণ ‘মুজিবনগর’ করা হয়?
আমঝুপি
বুড়িপোতা
বৈদ্যনাথতলা
মানিকনগর

Question 9

a + b = 7 এবং ab = 10 হলে, a2 + b2 + 3ab = কত?

69
29
49
59

Question 10

আয়তাকার ঘনবস্তুর তয় কয়টি?

Question 11

বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
মঙ্গলকাব্য
চর্চাপদ
অর্থবিত্তের কাড়ি
মনসামঙ্গল

Question 12

Would you mind --- a cup of coffee with with me?
having to drink
to take
drink
having

Question 13

পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি লাভ করেন?
১৯৭১ সালের ২০ ডিসেম্বর
১৯৭২ সালের ৬ জানুয়ারি
১৯৭১ সালের ২৭ ডিসেম্বর
১৯৭২ সালের ৮ জানুয়ারি

Question 14

Which one is the antonym of the word 'Elaborate'?
detailed
explain
intricate
simple

Question 15

বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উপৎপাদিত হয়?
জ্বালানি তেল
প্রাকৃতিক গ্যাস
জলবিদ্যুৎ
সৌরবিদ্যুৎ

Question 16

কোনটি শুদ্ধ?(নিরপরাধী)
নিরপরাধি
নিরপরাধী
নিরপরাধ
নিরোপরাধী

Question 17

Who will --- by you?
is helped
is helped
have been helped
be helped

Question 18

বাংলাদেশের কোন জেলায় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে?
লক্ষীপুর
ভোলা
ফেনী
রাঙামাটি

Question 19

৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
৬০
৮০
৭০
৫০

Question 20

কোন বাক্যটি শুদ্ধ?(সে সংকট অবস্থায় পড়েছে)
সে সংকট অবস্থায় পরেছে
সে সংকটে পড়েছে
কোনটিই নয়
সে সংকট অবস্থায় পড়েছে

Question 21

বাংলাদেশের জাতীয় গাছের নাম কি?
আম গাছ
কাঁঠাল গাছ
বট গাছ
জাম গাছ

Question 22

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোনটি?
১৬ ডিসেম্বর
২১ ফেব্রুয়ারী
১৪ ডিসেম্বর
২৬ মার্চ

Question 23

Which one is correct spelling?(accmodet)
accmodet
accommodate
accommodet
acommodate

Question 24

মোবাইল ফোনের জনক কে?
জুকারবার্গ
বিল গেটস
স্টিভ জবস
মার্টিন কুপার

Question 25

বাংলাদেশে সবচেয়ে বেশি চা-বাগান রয়েছে কোন জেলায়?
চট্রগ্রাম
সিলেট
হবিগঞ্জ
মৌলভীবাজার

Question 26

অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কী?
কিউই
পেঙ্গুইন
ঈগল
ক্যাঙ্গারু

Question 27

উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ঠ কোনটি?
নমনীয়তা
অনমনীয়তা
বয়সভিত্তিক
কঠোর নিয়মকানুন

Question 28

কোন জোড়াটি সমার্থক?
অনিহনকুল-দা-কুমড়া
অদৃষ্টের পরিহাস-তাসের ঘর
অগ্নিপরীক্ষা-চোখের বালি
আকাশকুসুম-আকাশপাতাল

Question 29

কোনটি সমষ্টিগত সম্পদের উদাহরণ?
বাড়িঘর
ভূসম্পত্তি
রেলপথ
আসবাব

Question 30

’বিজ্ঞান’ শব্দের ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত?
জ + ঞ
ণ + গ
গ + ঞ
ঞ + জ

Question 31

ABCD চতুর্ভুজ AB  CD, AC =BD এবং <A=900 হলে , সঠিক চতুর্ভুজ কোনটি?

রম্বস
সামান্তরিক
ট্রাপিজিয়াম
আয়তক্ষেত্র

Question 32

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্টের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট?
দ্বিতীয়
প্রথম
চতুর্থ
তৃতীয়

Question 33

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ঝিনাইদহ
সাতক্ষীরা
মেহেরপুর
যশোর

Question 34

He seems to be happy with his achievement, --- ?
doesn't he
has he
wasn't he
isn't he

Question 35

নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
যুক্তরাষ্ট্র-কানাডা
উগান্ডা-কেনিয়া
চীন-ভারত
ইংল্যান্ড-পোল্যান্ড

Question 36

কত সালে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে?
২০৩৫
২০৩০
২০৪১
২০৩৯

Question 37

কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
হল্যান্ড
ফিনল্যান্ড
সুইজারল্যান্ড
কোনটিই নয়
নিউজিল্যান্ড

Question 38

কলেরা রোগ নিরাময়ে কোন আর্ন্তজাতিক সংস্থা কাজ করছে?
FAO
ICDDRB
WHO
UNICEF

Question 39

আর্ন্তজাতিক আদালত কোথায় অবস্থিত?
হেগ
বন
নিউইয়র্ক
কোপেনহেগেন

Question 40

’শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
উপন্যাস
গল্প
কবিতা
নাটক

Question 41

লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?
দানিয়ুব
টেমস
ভোলগা
রাইন

Question 42

কত সালে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধ’ উপাধিতে ভূষিত করা হয়?
১৯৬৯
১৯৭০
১৯৭১
১৯৬৭

Question 43

বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে?
পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি
চামড়াজাত দ্রব্য রপ্তানি
তৈরি পোশাক রপ্তানি
শ্রমিকদের পাঠানো রেমিটেন্স

Question 44

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস কোনটি?
১ মে
১০ ডিসেম্বর
৮ সেপ্টেম্বর
৫ জুন

Question 45

Curriculum শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?
পাঠ্যসূচি
শিক্ষাক্রম
বিষয়সূচি
পাঠ্যক্রম

Question 46

হালদা নদী কেন বিখ্যাত?
এর নিচ দিয়ে টানেল স্থাপন করা হচ্ছে।
এটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়।
এর মোহনায় সমুদ্রবন্দর গড়ে উঠেছে।

Question 47

Philology শব্দের পরিভাষা কোনটি?
ধ্বনিবিদ্যা
দর্শনবিদ্যা
ভাষাবিদ্যা
মনোবিদ্যা

Question 48

বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়?
উপভাষা
আঞ্চলিক ভাষা
সাধু ভাষা
চলিত ভাষা

Question 49

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে?
কারিগরি শিক্ষা অধিদপ্তর
শিক্ষা মন্ত্রনালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

Question 50

3x + 3y + 3z = 90 হলে, x, y, x এর গড় মান কত?
30
3
10
90

Question 51

২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কী?
অভিজিৎ ব্যানার্জী
আবে আহমেদ আলী
মাদার তেরেসা
অমর্ত্য সেন

Question 52

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়?
ড. কুদরত-এ-খুদা
ড. মফিজ উদ্দিন
ড. কাজী খলিকুজ্জামান
ড. মনিরুজ্জামান মিঞা

Question 53

বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৮২ সালে
১৯৭৪ সালে
১৯৮০ সালে
১৯৭২ সালে

Question 54

বাংলাদেশের ‘শিক্ষা-স্বাস্থ্য-বিনোদন’ সাধারণভাবে অর্থনীতির কোন খাতের আওতাধিন?
সেবা খাত
শিল্প খাত
কৃষি খাত
জনকল্যাণ খাত

Question 55

পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
ইরান
ব্রাজিল
আর্জেন্টিনা
কাতার

Question 56

পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা ---
অনানুষ্ঠানিক শিক্ষা
আনুষ্ঠানিক শিক্ষা
উপানুষ্ঠানিক শিক্ষা
অব্যাহত শিক্ষা

Question 57

’কারাগারে রোজনামচা’বইটি কার লেখা?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
মাওলান ভাসানী
এ কে ফজলুল হক

Question 58

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) কোথায় অবস্থিত?
কুমিল্লা
ময়মনসিংহ
বগুড়া
রংপুর

Question 59

what is the correct noun form of the word 'important'?
Importantly
Being important
Importance
Importanced

Question 60

কোনটি মৌলিক সংখ্যা?
২৭
২৩
২১

Question 61

Translation of the sentence 'আমার যাওয়ার কথা ছিল’-
I was to go
I was supposed to go
I have to go
I am to go

Question 62

টেকসই উন্নয়ন লক্ষ্য-৪-এর মূল প্রতিপাদ্য কী?
২০৩০ সালের মধ্যে মধ্যে সবার জন্য একীভূত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা
সমতাভিত্তিক অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, শান্তি ও সফলতা নিশ্চিত করা
২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা।
নারী-পুরুষ বৈষম্য দূর করা এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা

Question 63

Which one is the synonym of the word 'Abundant'?
more
Plentiful
many
much

Question 64

Which one of the following is an example of proper noun?
Family
Bangladesh
The police
Car

Question 65

নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা

2/5
0.3
1/3

Question 66

কোন শব্দটি ’নদী’ শব্দের প্রতিশব্দ?
তটিনী
তনিমা
নীলিমা
নলিনী

Question 67

x ও y উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা?
xy
xy + 4
x + y
x + y + 1

Question 68

’বাংলা’ কে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?
তমদ্দুন মজলিশ
ভাষা আন্দোলন মঞ্চ
বাংলা ভাষা আন্দোলন কেন্দ্র
একাডেমি সংগঠন

Question 69

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে?
১৭
২৭
৪৭
৩৭

Question 70

What is the Plural form of the word 'deer'?
many deer
deerz
deers
deer