Page 1 of 1

Question 1

২, ৫, ১১, ৪৭ ........ধারাটির পরবর্তী সংখ্যা কত?
১০০
৯৫
৭০
৫৮

Question 2

কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
হলুদ
কালো
সাদা
লাল

Question 3

‘The pros and cons’ means---
Good and evil
Foul and fair
For or against a thing
Before and after

Question 4

কাজ করার সামর্থ্যকে বলে---
বল
ক্ষমতা
কাজ
শক্তি

Question 5

ক : খ = ৩ : ৫ এবং খ : গ = ৪ হলে ক : গ = কত?
৬ : ১৪
১২ : ৩৫
১২ : ১৫
১০ : ৮

Question 6

log2  = ?  log2 $\frac{11}{88}$ =?

½
2
-3
-4

Question 7

দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
৫ : ৬
৪ : ৯
২ : ৩
৪ : ৫

Question 8

২ক২ - ১৬ক + ৮ = ০ হলে, ‘ক’ এর সম্ভাব্য মানগুলো যোগফল কত?
-৪
-৮

Question 9

The passive form of ‘He is writing a letter’ is ---
A letter was being written by him.
A letter is written by him.
A letter was written by him.
A letter is being written by him.

Question 10

‘লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা না আমার’ লাইনটির রচয়িতা---
আব্বাস উদ্দিন
শাহ আব্দুল করিম
লালন ফকির
হাসন রাজা

Question 11

ব্রোঞ্জ হলো ---
লোহা ও দস্তার সংকর
তামা ও টিনের সংকর
তামা ও লোহার সংকর
টিন ও দস্তার সংকর

Question 12

Find out the verb of the word ‘invasion’ from following:
invite
invincible
invisible
invade

Question 13

একটি কুুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত ?
১৫ : ১৬
২০ : ১২
১৬ : ১৫
১২ : ২০

Question 14

‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’- কোন কবির লেখা?
বেগম সুফিয়া কামাল
ড. নীলিমা ইব্রাহিম
বেগম রোকেয়া
সনজিদা খাতুন

Question 15

নিচের কোন বানানের স্বভাবতই ‘মূর্ধন্য’ হয়?
কারণ
বাণ
হরিণ
অর্পণ

Question 16

‘রাত্রির শেষভাগ’-এক কথায় ---
মহানিশা
পররাত্র
যামিনী
রাত্রিশেষ

Question 17

কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
বেগুনি
কালো
হলুদ
সাদা

Question 18

তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কত সালে নির্বাচন অনুষ্ঠিত হয়?
২০০১
১৯৯১
১৯৮৬
১৯৯৩

Question 19

এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
৭ : ৩
৫ : ৭
৮ : ৫
৩ : ৭

Question 20

a + b = 5, a-b = 3 হলে ab = ?
5
6
4
2

Question 21

ত্রিভূজের বৃহত্তম বাহুসংলগ্ন কোণদ্বয়---
সূক্ষ্মকোণ
স্থুলকোণ
সরলকোণ
সমকোণ

Question 22

বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?
মোদক টং
কোনটিই নয়
কিওক্রাডং
তাজিংডং

Question 23

স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয়?
পঞ্চদশ
একাদশ
ত্রয়োদশ
চর্তুদশ

Question 24

বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কি?
বোরাক নদী
যাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী

Question 25

‘সাপের খোলস’ -এর বাক্য সংকোচন কি হবে?
কৃত্তি
উরগ
পস্নাবক
নির্মোক

Question 26

বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে?
WMO
UNESCO
WIPO
UNDP

Question 27

যার দুই হাত সমান চলে ---
হাতটান
সব্যসাচী
দোহাতী
দেহাতি

Question 28

বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে?
কোনটিই নয়
আন্তর্জাতিক উন্নয়ন সমিতি
এশীয় উন্নয়ন ব্যাংক
আন্তর্জাতিক মুদ্রা তহবিল

Question 29

‘খাসিয়া’ উপজাতি কোন জেলায় অধিক বসবাস করে?
ময়মনসিংহ
চট্রগ্রাম
কক্সবাজার
সিলেট

Question 30

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
নেদ্যারল্যান্ড
ফ্রান্স
জার্মানি
সুইজারল্যান্ড

Question 31

কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যাতে ক এর অংশ খ এর দ্বিগুণের সমান ও খ এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?
৮:৪:১
৮:২:৪
১:২:৪
২:৪:২

Question 32

‘গাড়ি স্টেশন ছাড়ল । স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মকারকে শূন্য
করণ কারকে শূন্য
কোনটিই নয়
অপাদানকারকে শূন্য

Question 33

‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে?
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

Question 34

বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
নাইট্র্রোজেন
ওজোন
অক্সিজেন
হিলিয়াম

Question 35

ক, খ ও গ ১৮০০০ টাকা নিয়ে কারবার শুরু করলো। এতে ক এর খ অপেক্ষা ২০০০ টাকা এবং খ এর গ অপেক্ষা ২০০ টাকা বেশি আছে। কারবারে ১০৮০ টাকা লাভ হলে ক কত টাকা পাবে?
৩১২
৩২৪
৪৪৪
৩৭২

Question 36

একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৪ একর। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ হলে ঐ জমির পরিসীমা কত?
১৫০ মিটার
২৫০ মিটার
১০০ মিটার
২০০ মিটার

Question 37

তিন বন্ধু একত্রে সমান আহার করল। প্রথম ও দ্বিতীয় বন্ধুর কাছে যথাক্রমে ১২টি ও ৮টি রুটি ছিল। তৃতীয় ব্যক্তি রুটির পরিবর্তে ৩ টাকা দিল। প্রথম ও দ্বিতীয় বন্ধু মূল্য বাবদ পাবে---
২.০০ এবং ১.০০ টাকা
১.৫০ এবং ২.৫০ টাকা
০.৬০ এবং ২.৬০ টাকা
২.৪০ এবং ০.৬০ টাকা

Question 38

‘Let her sing a song’. passive form---
Let a song be sang by her.
Let a song be sung by her.
Let a song sing by her.
Let a song sung by her.

Question 39

একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
৯২
৪৮
৫৪
২৪

Question 40

Identify the correct sentence ---
It has been raining for two days.
It was raining for two days.
It is raining for two days.
It rained for two days.

Question 41

কোন বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে?
২০ দিন
৩০ দিন
২৪ দিন
২৫ দিন

Question 42

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
হুতোম প্যাঁচার নক্সা
দুর্গেশনদিন্দনী
সীতারাম

Question 43

আমরা যে চক দিয়ে লিখি তা হলো---
ক্যালসিয়াম কার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম ফসফেট
ক্যালসিয়াম ক্লোরাইড

Question 44

Which one is the correct sentence from below:
She is always fond to talk.
It has much hot in the summer.
I asked him if he is going.
Is today’s film worth seeing?

Question 45

Material noun is---
Book
River
Ring
Paper

Question 46

ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
অ্যালুমিনিয়াম
তামা
সীসা
দস্তা

Question 47

আরব দেশের উত্থান কোন দেশ হতে হয়েছিল?
লিবিয়া
মিসর
তিউনিশিয়া
ইরাক

Question 48

পিতা ও দুই পুত্রের গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত?
৪০ বছর
৪৬ বছর
৪২ বছর
৪৪ বছর

Question 49

‘গম্ভীর ধ্বনি’ এর বাক্যসংকোচন করুন।
মন্ত্র
মন্দ্র
মধুপ
মর্মন্তুদ

Question 50

The proverb ‘A snake in the grass’ means---
A hidden enemy
A dead snake
A poisonous snake
A sleeping snake

Question 51

সুষম পঞ্চভূজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে---
60°
70°
64°
72°

Question 52

ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত ৪:৩ এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ৫:৪ হলে ১ কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও ১ কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত?
১৬:১৫
১৫:১৪
১৫:১৭
১৫:১৬

Question 53

কোন সংখ্যার এক চতুর্থাংশের সহিত ২০ যোগ করলে যোগফল ১০০ হয়।
৩৬০
৩২০
২৪০
১৬০

Question 54

I came home after the rain---.
stop
had stopped
has stopped
stopped

Question 55

‘যুগসন্ধিক্ষণের কবি’ হিসেবে পরিচিত কে?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মাইকেল মধূসূদন
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ

Question 56

সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
লাহোরে
কোনটিই নয়
ঢাকা
কাঠমন্ডু

Question 57

একটি সুষম বহুভূজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটির অন্ত:স্থ কোণের পরিমাপ কত?
145°
45°
125°
135°

Question 58

বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদক কে?
নবোত্তম দাস
মালাধর বসু
আলাওল
সাবিরিদ খান

Question 59

x এর সকল মানের জন্য (ax + 2) (bx + 7 ) = 15x2 + cx +14 and a + b = 8 হলে c এর মান কত হতে পারে?
কোনটিই নয়
৪০, ৩১
২১, ৩১
৩১, ৪১

Question 60

চর্যাপদ এর প্রকৃত নাম কি?
বৌদ্ধ গান ও দোহা
চর্যাগীতিকোষ
চর্যাপদ
চর্যাচর্যবিনিশ্চয়

Question 61

সাদেক ও আজিজ সাহেবের মাসিক বেতনের অনুপাত ৭:৫ এবং তাদের মাসিক বেতনরে সমষ্টি ১২,০০০ টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে ২০০ টাকা ও ১৫০ টাকা হলে এক বছর পরে তাদের বেতনের অনুপাত কত হবে?
১৪৪:১০৩
১২০:১০৩
১৪৪:১০৪
১৪৪:১০৫

Question 62

I saw a flock of sheep. "flock" is---
Material noun
Proper noun
Collective noun
Common noun

Question 63

নিচের কোনটি অলুক তৎপুরম্নষ সমাসের উদাহরণ?
সোনার তরী
প্রাণপিয়
দ্রুতগামী
ভারপ্রাপ্ত

Question 64

যার বাসস্থান নেই---
উদ্বাস্তু
অনিকেতন
অনুজ
একাহারী

Question 65

লালবাগ কেল্লার আদি নাম কি?
আওরঙ্গাবাদ দুর্গ
আজম দুর্গ
পরীবিবির দুর্গ
শায়েস্তাখান দুর্গ

Question 66

কোনটি মৌলিক পদার্থ?
পানি
লবণ
নিয়ন
চিনি

Question 67

এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
২০ টাকা
২১ টাকা
২৩ টাকা
১৮ টাকা

Question 68

কোনটি ‘এপ্লিকেশন সফটওয়ার’?
MS Windows-98
MS-DOS
Power Point
LINUX

Question 69

x2 + y2 = xy হলে (x + y)4 এর মান কত?

x2 y2

xy

(x2 + y2)2

9 x2 y2    

Question 70

কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
জাপান
ফ্রান্স
ইতালি
জার্মানি

Question 71

উপকূল কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
দ্বন্দ্ব

Question 72

What is the meaning of the word ‘tittle-tattle’?
Anger
Important talk
Gossip
Debate

Question 73

Translation - ‘তাহারা আসিতে রাজি হইল না’ ---
They did not agreed to come
They denied to come
They refused to come
They were not willfull to come

Question 74

আবুলের সাপ্তাহিক বেতন ১৬ শতাংশ বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে ৮১২ টাকা উপার্জন করতে পারেন। যদি তার সাপ্তাহিক বেতন ১০ শতাংশ বৃদ্ধি পেত, তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন?
৮৫০
৭৭০
৬৫০
৭৫০

Question 75

He is proud --------his position.
on
in
of
for

Question 76

In a nutshell’ phrase means---
In details
Large description
Elaborately
Briefly

Question 77

The meaning of ‘In black and white’ is---
in writing
in haste
in perplexity
non co-operation

Question 78

বিষবৃক্ষ কোন সমাস?
তৎপুরুষ
অব্যয়ীভাব
বহুব্রীহি
কর্মধারয়

Question 79

৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা । গাছটির উচ্চতা কত ফুট?
৮৪
৮৮
৯৬
৮০