Teacher Recruitment Preliminary Question Bank Quiz and Solution bangla language 2019 4th Step Exam(2)

17
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 17 of 17 Questions
No Title Answer
(1) 'ইট-পাথরের দালান' এখানে ইট - পাথরের' কোন কারকে কোন বিভক্তি ?
করণে ষষ্ঠী
(2) 'চিকুর' এর প্রতিশব্দ কোনটি ?
কর
(3) 'দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
দিব + লোক
(4) 'বাবুল পড়ে' এই বাক্যে 'পড়ে' কোন ক্রিয়া ?
অসমাপিকা
(5) উপকূল কোন সমাস ?
অব্যায়িভাব সমাস
(6) উপরের ও নীচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনি গুলোকে কি বলে ?
ওষ্ঠ ধ্বনি
(7) এত অল্প টাকায় মাস চলবেনা,এখানে 'চলা' কোন অর্থ প্রকাশ করে ?
সংকুলান হওয়া
(8) কোন বানানটি শুদ্ধ ---?
গৃহিণী
(9) কোন বানানটি শুদ্ধ্য ?
যথোচিত
(10) কোনটি তৎসম শব্দ ?
মানব,সন্ধ্যা
(11) তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন,কোন ধরনের বাক্য ?
সরল
(12) নাসিক্য বর্ণ কোনগুলো ?
ঞ , ঙ ,ণ
(13) নীচের কোন শব্দটি প্রত্যায় সাধিত ?
খণ্ডিত
(14) বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে ?
নিমরাজি
(15) ব্যয় করতে কুণ্ঠা বোধ করেন যিনি,---
ক,ঘ
(16) সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরামচিহ্ন বসে ?
হাইফেন
(17) সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি ?
পায়ের আওয়াজ পাওয়া যায়