Question

আর্ন্তর্জাতিক তারিখ রেখা কি? এই রেখা পরির্বন করলে কিসের পরিরর্তন ঘটে?

Answer

মূল মধ্যরেখা হতে ১৮০° পূর্ব বা পশ্চিমে অবস্থিত দ্রাঘিমা রেখাকে বলে আর্ন্তর্জাতিক তারিখ রেখা। এই রেখা অতিক্রম করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেলে একদিন বিয়োগ করতে হয় এবং পশ্চিম দিক থেকে পূর্বদিকে গেলে একদিন যোগ করতে হয়।