lecture

পুরস্কার বিজয়ী:

জ্যাঁ তিরোল

অবদান:

বাজার অর্থনীতির ক্ষেতে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, বাজার সক্ষমতা এবং নিয়ন্ত্রণে অবদান।

ঘোষণা:


১৩ অক্টোবর ২০১৪।

বাজার সক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয় বিশ্লেষণের জন্য অর্থনীতির নোবেল হিসেবে বিবেচিত আলফ্রেড নোবেল স্মৃতি অর্থনীতি পুরস্কার ২০১৪ লাভ করেন ফরাসি অর্থনীতিবিদ জ্যাঁ তিরোল।

নিয়ন্ত্রণহীন বাজারে ঠিকমতো কাজ করে এবং সামাজিকভাবে এ বাজারে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না । এতে এ ধরনের বাজারে বিভিন্ন সংস্থার মিশে যওিয়া বা অধিগ্রহণ এবং তাদের অলিখিত পারস্পারিক বোঝাপড়াকে সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে এবং যে বাজারে উৎপাদক বা বিক্রেতা মাত্র একজন, সেটা সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে? বাজারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে জ্যাঁ তিরোল এ কাজ করেন । অর্থাৎ জ্যাঁ তিরোলোর মতে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে একই পদ্ধতি অনুসরণ করার পরিবর্তে বিশেষ অবস্থা এবং প্রতিষ্ঠান অনুযায়ী ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি।

 

১৮৯৫ সালে যে পাঁচটি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়, তাতে অর্থনীতি ছিল না। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিকস ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে। অন্যান্য ক্যাটাগরির পুরস্কারের অর্থ নোবেল ফাউন্ডেশন দিলেও অর্থনীতিতে পুরস্কারের অর্থ আসে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে।

Subject

International