PREPOSITION AND CONJUNCTION

A Preposition is a connecting word used before a noun or a pronoun or a phrase and makes relationship with other words.

 To distinguish between preposition and conjunction always remember one thing, Preposition connects a word or phrase but conjunction connects a clause.

            I arrived at the office after him.

[Here after is preposition]

     I arrived at the office after he did.

[Here after is conjunction]

But very few Conjunctions are used as prepositions. It is not very much frequent in English.

A conjunction connects two clauses and makes relationships with other words.

 

Some important aspects of Prepositions and Conjunctions

      Grammar এর বেলায় আমরা Sentence-এর Meaning এর চাইতে Rule গুলোকেই প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু বিভিন্ন Preposition ব্যবহারের সময় আমরা Rule এর পাশাপাশি Meaning কেও বিবেচনা করব। এতে করে Preposition নির্বাচন করাটা অনেক সহজ হয়ে যাবে।

 

      আমরা যখন Appropriate Preposition নিয়ে আলোচনা করব কখন তোমরা Preposition এর ব্যাপারে সামগ্রিক একটা ধারণা পাবে। কিন্তু তারপরও এই লেকচারে আমরা কয়েকটি Preposition এর ব্যবহারের ব্যাপারে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি।

 

Betweenএবং Amongএর ব্যবহার:

      Between এবং Among  উভয়ই Preposition হিসেবে ব্যবহৃত হয়। দুইয়ের মধ্যে নির্বাচন করার ক্ষেত্রে Between ব্যবহৃত হয় আর দুইয়ের অধিক Noun হলে কিংবা Plural Noun হলে সেক্ষেত্রে among বসে।

For Example:

In a federal form of government, power is divided among the legislative, executive and judicial branches.        

Although both teams were from the same country, there was cut throat competition between them.                 

The work is distributed between the secretary and the receptionist.    

Divide the money among the players.

 

Besidesএর ব্যবহার:

Besides ও একটি Preposition হিসেবে কাজ করে অর্থাৎ Word কিংবা Phrase কে যুক্ত করে। ‘পাশাপাশি’ কিংবা ‘ছাড়াও’ অর্থে Besides এর ব্যবহার সবসময় লক্ষ্য করা যায়। মনে রাখতে হবে যে, Beside শব্দটির অর্থ হচ্ছে ‘নিকটবর্তী’। সুতরাং Besides এর পরিবর্তে কখনোই beside ব্যবহার করা যাবে না।

For Example:

Besides studies, Students should be involved in social activities.

(অর্থাৎ পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক কাজে সম্পৃক্ত হওয়া উচিত।)

(কিংবা, লেখাপড়া ছাড়াও শিক্ষার্থীদের সামাজিক কাজে সম্পৃক্ত হওয়া উচিত।)

Besides our dog, we have two cats.

We sat beside the teacher.

Such asএর ব্যবহার:

Such as ও একটি Preposition হিসেবে কাজ করে অর্থাৎ Word কিংবা Phrase কে সংযুক্ত করে। আমরা কোন দৃষ্টামত্ম টানতে কিংবা বাংলা ‘যেমন’ অর্থ বোঝাতে Such as ব্যবহার করি।

For Example:

There are different kinds of newspapers such as dailies, weeklies and monthlies

Some birds, such as robins and cardinals, spend the winter in the North.

 

Instead ofএর ব্যবহার:

Instead of একটি Preposition হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ যথারীতি এটি একটি Word বা Phrase কে সংযুক্ত করে। বাংলা ‘পরিবর্তে’ অর্থ বোঝাতেই এর ব্যবহার লক্ষ্যণীয়।         

For Example:

We went to Kuakata instead of abroad.

You can take physics instead of biology

 

Choice between ‘Despite’ and ‘In spite of’:

এ দুটোই Preposition হিসেবে কাজ করে অর্থাৎ কোন Word কিংবা Phrase কে সংযুক্ত করে। আরেকটা লক্ষ্যণীয় ব্যাপার despite এর সাথে কখনই  of ব্যবহার করা যাবে না।

For Example:

Despite his denial, we know that he was guilty.

In spite of his denial, we know that he was guilty.

Despite his physical handicap, he has become a successful businessman.

In spite of his physical handicap, he has become a successful businessman.

 Jane will be admitted to the university despite her bad  grades.

 

Choice between ‘because’ and ‘because of’:

Because একটি Conjunction হিসেবে কাজ করে অর্থাৎ আরেকটি Clause কে সংযুক্ত করে। কিন্তু because of একটি preposition হিসেবে কাজ করে অর্থাৎ একটি word বা phrase কে সংযুক্ত করে।

For Example:

He was absent because her cold was worse.

He was absent because of her cold.[/collapsed]

Subject

English