Analogy Question এর মাধ্যমে দুটি শব্দের মধ্যে অর্থগত মিল/সম্পর্ক (Relation) বের করতে হয়। প্রশ্নের শব্দ জোড়ার অর্থের মিল অনুযায়ী উত্তর থেকে একই রকম অর্থগত মিল/সম্পর্কের (Relation) শব্দজোড়া বের করতে হবে। মূলত: Analogy Question এর মাধ্যমে vocabulary ও intelligence  পরীক্ষা করা হয়। সেজন্য Analogy solve এর সময় শব্দের অর্থ (vocabulary) ও শব্দদ্বয়ের মধ্যকার সম্পর্ক (Relation) -এ দুইয়ের উপর জোর দিতে হবে। মনে রাখতে হবে Analogy মুখস্থ নয়, অর্থ বুঝে solve করতে হবে ।

Subject

English