প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের জন্ম সাল কত?

উত্তরঃ ১৮৩০ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ তাঁর রচিত জনপ্রিয় কাব্যগুলো কি?

উত্তরঃ সুরধুনী কাব্য (১ম ভাগ ১৮৭১ ও ২য় ভাগ ১৮৭৬) ও দ্বাদশ কবিতা (১৮৭২)।

প্রশ্নঃ দীনবন্ধু মিত্র কোন রূপে সমাধিক খ্যাত?

উত্তরঃ  নাট্যকার রূপে।

প্রশ্নঃ নীলকর সাহেবদের বীভৎস অত্যাচারের লাঞ্ছিত নীল চাষীদের দুরবস্থা অবলম্বনে রচিত তাঁর নাটকের নাম কি?

উত্তরঃ নীল দর্পণ (১৮৬০)।

প্রশ্নঃ নীল-দর্পণকে বাংলাদেশের নাটক বলা হয় কেন?

উত্তরঃ  কারণ, নাটকটির কাহিনি মেহেরপুর অঞ্চলের, দীনবন্ধু ঢাকায় অবস্থানকালে তা রচনা করেন। নাটকটি প্রথম প্রকাশ হয় ঢাকার বাংলা প্রেস থেকে এবং প্রথম মঞ্চস্থও হয় ঢাকাতে।

প্রশ্নঃ নীল-দর্পণ নাটকের মাইকেল মধুসূদন দত্ত কৃত ইংরেজিতে অনুবাদের নাম কি?

উত্তরঃ Nil Darpan or The Indigo Planting Mirror (1861).

প্রশ্নঃ মধুসূদন কোন ছদ্মনামে এই অনুবাদ করেন?

উত্তরঃ A Native.

প্রশ্নঃ ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে বঙ্গ করে তাঁর রচিত প্রহসন কি?

উত্তরঃ সধবার একাদশী (১৮৬৬)।

প্রশ্নঃ সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসনের নাম কি?

উত্তরঃ  বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬)।

প্রশ্নঃ তাঁর রচিত অপরাপর নাটকগুলোর নাম কি?

উত্তরঃ নবীন তপস্বিনী (১৮৬৬), লীলাবতী (১৮৬৭), জামাই বারিক (১৮৭২), কমলে কামিনী (১৮৭৩) ইত্যাদি।

Subject

Bangla