মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ প্রশ্নব্যাংক

Medical Question Bank 2018-19

101
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 7 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 26 - 50 of 100 Questions
No Title Answer
(26) চোখের রেটিনার ভিতর সবচেয়ে আলোক সংবেদী অংশের নাম কি ?
পীত বিন্দু
(27) চৌম্বক সম্পর্কিত নিচের কোন এককটি সঠিক?
চৌম্বক ক্ষেত্র -- টেসলা
(28) ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা -চরণের রচয়িতা কে ?
দ্বিজেন্দ্রলাল রায়
(29) নাড়ানি হিসাবে গ্লাস রডের বিকল্প নিচের কোনটি?
টেফলন রড
(30) নিচের কোন মৌলটি স্থায়ী আইসোটোপ আছে ?
কোনটিই নয়
(31) নিচের কোন রাসায়নিকটির ব্যবহার সঠিক ?
১,১,২ ট্রাইক্লোরোইথেন- ড্রাইওয়াশ
(32) নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র?
→P+→Q=→Q+→P
(33) নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয় ?
অ্যালভিওলার নালি
(34) নিচের কোনটি সঠিক ?
ফলিক এসিডের অভাবে রক্তশূন্যতা হয়
(35) নিচের কোনটির কার্যকরী মূলক সঠিক?
কিটোন -CO-
(36) নির্দিষ্টি ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ?
তাপমাত্রা
(37) নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না?
যাইগোস্পো
(38) পর্যায় সারণির কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয় ?
২য় ও ৩য় পর্যায়ের মৌলসমূহ
(39) পাকা কলায় নিচের কোনটি থাকে ?
পেন্টাইল এসিটেট এস্টার
(40) পানির গলন তাপ কত ?
+6 KJmol-1
(41) বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহ্নত হয় ?
55%
(42) বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ২০১৬ সালে ওষুধ প্রতিরোধী কোন কোষের 'চিকিৎসার নির্দেশিকায়' বাংলাদেশের উদ্ভাবিত পদ্ধবিত স্বীকৃতি ...
কলেরা
(43) ব্যাঙের শীতনিদ্রা' কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ ?
ধনাত্মক থার্মোট্যাক্সিস
(44) ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় ?
NaOH
(45) ভূপৃষ্ঠ থেকে পাঠানাে বেতার তরঙ্গ , বায়ুমন্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?
আয়োনোস্ফিয়ার
(46) মুখবিবরে 'র‍্যাডুলা' নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে ?
Mollusca
(47) শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় ?
স্বরকম্প
(48) হাইড্রার বহিঃত্বকে সমগ্র জুড়ে অবস্থান করে কোনটি ?
পেশি আবরণী কোষ
(49) হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ ?
Besophil
(50) হেয়ার ওয়েলের ইমালসিফায়ার (Emulsifier) রূপে নিচের কোনটি ব্যবহত হয় ?
অলিক এসিড