মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক ২০১৩-১৪

Medical Question Bank 2013-14

101
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 26 - 50 of 100 Questions
No Title Answer
(26) কোনটি স্পাইরোগাইরা-এর বংশ বিস্তার প্রক্রিয়া নয়-
অযৌন প্রজনন
(27) কোনটি হাইড্রা-এর চলন নয়?
ড্রপিং
(28) কোবাল্ড- 60 হতে কোন রশ্মি নিঃসৃত হয়?
গামা রশ্মি
(29) ক্লোরিনের খনিজ উৎস নয় কোনটি?
ব্রাইন
(30) গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কোন বর্তনীয় তড়িৎ প্রবাহের কী নির্ণয় করা যায়?
অস্তিত্ব ও পরিমাণ
(31) ঘড়ির কাঁটার গতি কোন প্রকারের গতি?
ঘূর্ণন গতি
(32) দুই প্রান্তে তাপমাত্রার পার্থক্য আছে এমন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপের শোষণ বা উদ্ভব হয়। এ ঘটনাকে কী বলে?
থমসন ক্রিয়া
(33) দুটি ভেক্টর A ও B এর মান যথাক্রমে 5 ও 6 একক। এরা কোন বিন্দুতে 60o কোণে ক্রিয়াশীল। A x B মান কত?
153
(34) পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি?
পত্রবন্ধ্র পানি সঞ্চয়ে সহায়তা করে
(35) পদ্মার উপ-নদী নয় কোনটি?
ধরলা
(36) পর্যায় সারণীতে কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে-
1s22s22p2
(37) পুরুষ স্বাভাবিক এবং স্ত্রী বর্ণান্ধ হোমোজািইগাস হলে ছেলেটি কী হবে?
বর্ণান্ধ
(38) প্রাণিবিজ্ঞানের কোন শাখায় মাছ সম্বন্ধে আলোচনা করা হয়?
Ichthyology
(39) বর্ণাধার নাই এমন উদ্ভিদ হল-
ছত্রাক
(40) বাংলাদেমর White gold কোনটি?
চিংড়ি
(41) বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠিত হয়-
১৪ই এপ্রিল ১৯৮৬ সালে
(42) ভিন্ন লবণের দুটি লঘু দ্রবণ একত্রে মিশ্রিত করা হলো। এদের মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়া হলো না। এ ক্ষেত্রে কোনটি সঠিক?
তাপমাত্রার পরিবর্তন হয় না
(43) ভ্রূণীয় স্তর মেসোডার্ম হতে নিচের কোনটি তৈরী হয়?
দাঁতের ডেনটিন
(44) মানুষে একটিমাত্র কোষে কতটি নিউক্লিওসোম থাকে?
3x107
(45) যদি একটি হাতঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 1 cm হয়। তাহলে এর প্রান্তের রৈখিক বেগ কত হবে?
0.1047 cm.sec
(46) শ্রেণি বিভাগে বরফে নিম্নের কোন শেণির কেলাস?
টেট্রাগোনাল
(47) সান্দ্রতাংকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
গ্যাসের সান্দ্রতাংক চাপের উপর নির্ভরশীল
(48) সাম্যধ্রুবকের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?
বিক্রিয়ার গতি সম্পর্কে ধারণা দেয়
(49) সেরেবেলাম-এর কাজ কোনটি?
দেহের ভারসাম্য বজায় রাখা
(50) স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশ থাকে?
করোটিকা