মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক ২০১১-১২

Medical Question Bank 2011-12

101
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 76 - 100 of 100 Questions
No Title Answer
(76) নিম্নের কোন অণুজীব “জীবাণু অন্ত্র’ হিসেবে ব্যবহৃত হয় না?
প্লাজমোডিয়াম প্রজাতি
(77) নিম্নের কোন কোষাঙ্গে DNA থাকে?
মাইটোকন্ড্রিয়া
(78) নিম্নের কোন জাতীয় বস্তু বহুদিন রোধে না পানিতে থাকলে নষ্ট, ক্ষয় বা বৃদ্ধি হয় না?
কাঁচ
(79) নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম দেয়?
বিনা : উন্নত জাতের ধান
(80) নিম্নের কোন ডাল বেশি “ল্যাথাইরিজম” নামক রোগ হতে পারে?
খেসারী
(81) নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?
ইথোফেন
(82) নিম্নের কোন শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য?
মাহফিল
(83) নিম্নের কোনটি গ্যাসের গতিতত্বের জন্য সঠিক?
অণুগুলো অক্রম গতিতে গতিশীল
(84) নিম্নের কোনটি ঘূর্ণিঝড়ের নাম নয়?
গ্যালাক্সি
(85) নিম্নের কোনটি দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না?
হাইপোখ্যালামাস
(86) নিম্নের কোনটি দ্বারা হেক্সামিন তৈরি হয়?
ফরমালিন
(87) নিম্নের কোনটি সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে বাংলাদেশে ব্যবহৃত হয় না?
ডি ডি টি
(88) নিম্নের কোনটি স্ববাত ও অবাত দুই প্রকার শ্বসনের সাথেই সম্পর্কিত?
গ্লাইকোলাইসিস
(89) নিম্নের কোনটি হাতের তালুর অস্থি নয়?
ইথময়েড
(90) নিস্নের কোন নিরুদক এর প্রভাবে 160oC তাপমাত্রায় ইথানল থেকে অসম্পৃক্ত যৌগ ইথিলিন উৎপন্ন হয়?
H2SO4
(91) পিটুইটারি গ্রন্থি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
এটি মূলত দুই ভাগে বিভক্ত
(92) বাতাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4800Ao। গ্লাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটি।
3200Ao
(93) বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত?
মহাস্থানগড়
(94) বেগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
কৌণিক বেগের একক- S-1
(95) ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল ১৯৭১ সালের ডিসেম্বর মাসের-
০৬ তারিখ
(96) ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন কত একক পর্যন্ত মাপা যায়?
মিলিমিটার
(97) মানুষের দেহে যে অ্যামিবা থাকে তার বৈশিষ্ট্যের অন্তর্গত নয নিম্নের কোনটি?
স্বল্প সান্দ্রতার সাইটোপ্লাজম
(98) রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়?
এটি একটি ধীর প্রক্রিয়া
(99) শ্বাসতন্ত্র সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
ফুসফুসের কৈশিক নালিতে অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে স্থায়ী যৌগ অক্সিহিমোগ্লোবিন তৈরি করে
(100) সমযোজী (convalent compound) যৌগ সম্বন্ধে নিম্নের কোন বাক্যটি সঠিক নয়?
সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী