Question: 

বার্ধক্য তাহাই - যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়িয়া পড়িয়া থাকে, বৃদ্ধ তাহারাই - যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয় বিঘ্ন; শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দে মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না । যাহারা জীব হইয়াও জড় । যাহারা অটল সংস্কারের পাষাণস্তুপ আকড়িয়া পড়িয়া আছে । বৃদ্ধ তাহারাই - যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে । আলোক-পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বাহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দ্যে যাহারা আজ কঙ্কালসার - বৃদ্ধ তাহারাই । ইহাদের ধর্মই বার্ধক্য । বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না । বহু যুবককে দেখিয়াছি যাহাদের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি ।

 

‘উর্দি’ ও ‘কুচকাওয়াজ’ শব্দ বাংলা ভাষায় এসেছে যথাক্রমে--

উর্দু ও ফারসি থেকে
তুর্কি ও ফারসি থেকে
তুর্কি ও উর্দু থেকে
আরবি ও ফারসি থেকে
Answer: 
তুর্কি ও ফারসি থেকে
Last Updated: 
18/09/2020 - 01:19