বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২০

BSMMU Senior Staff Nurse Recruitment Question Bank 2020

Exam held on 16-10-2020

101
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 51 - 75 of 100 Questions
No Title Answer
(51) গ্লাসগো কোমা স্কেলের সর্বোচ্চ স্কোর কত ?
১৫
(52) নিচের কোন Cranial Nerve দিয়ে আমরা কোনো কিছুর ঘ্রাণ নেই?
Olfactory
(53) মানবদেহে রক্তের স্বাভাবিক  ph কত ?
৭.৩৫ - ৭.৪৫
(54) Umbilical cord-এ কয়টি vessel থাকে?
৩ টি
(55) হার্টের কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে ?
বাম অলিন্দ
(56) মানবদেহে কশেরুকার সংখ্যা কতটি?
৩৩টি
(57) একজন অজ্ঞান রোগীর ক্ষেত্রে কোন পজিশনে মুখের যত্ন নেয়া উচিত?
লেফট ল্যাটারাল
(58) কিডনি বিকল হলে রক্তে কোনটি বৃদ্ধি পায়?
সিরাম ক্রিয়েটিনিন
(59) Radio-opaque Tablets কখন দেয়া হয়?
বেরিয়াম মিল এক্সরের পূর্বে
(60) 0.৯% সোডিয়াম ক্লোরাইড ফ্লুইড নিচের কোন রোগীর জন্য দেয়া সঠিক নয়?
হাইপারটেনশন
(61) নিচের কোন বর্তমানে বিশ্বস্বাস্থ্য সংস্থার সদস্য নয়?
কোনটিই নয়
(62) বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
ভূটান
(63) বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বর্তমান নাম কি?
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল
(64) বাংলাদেশের প্রথম যাদুঘরের নাম কি?
বরেন্দ্র যাদুঘর
(65) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
সিয়েরা লিওন
(66) ’জননী সাহসিকা’ কাকে বলা হয়?
সুফিয়া কামাল
(67) কম্পিউটার কে আবিস্কার করেন?
কোনটিই নয়
(68) মানবদেহে প্রথম CVOID-19 শনাক্ত হয় কোথায় কবে ?
চীনের উহান, ২০১৯ সালে
(69) জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ খেতাবে ভূষিত করা হয় কত তারিখে?
২৩ ফেব্রুয়ারী ১৯৬৯
(70) বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী সংখ্যা কত ?
২ জন
(71) প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
২ মার্চ ১৯৭১
(72) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে কবে বাংলাদেশে ফিরে আসেন?
১০ জানুয়ারী ১৯৭১
(73) বাঙালির মুক্তি সনদ ৬ দফা দাবি আন্দোলন কত সালে হয়েছিল?
১৯৬৬ সালে
(74) ’সাবাস বাংলাদেশ’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
রাজশাহী বিশ্ববিদ্যালয়
(75) মুজিবনগর কোথায় অবস্থিত?
মেহেরপুর