বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২০

BSMMU Senior Staff Nurse Recruitment Question Bank 2020

Exam held on 16-10-2020

101
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 26 - 50 of 100 Questions
No Title Answer
(26) The following are the vertically transmitted diseases expect ---
Tuberculosis
(27) কোন রোগের জ্বর ‘step ladder' ধরনের হয় ?
টাইফয়েড
(28) রক্তে অক্সিজেনের পরিমাণ কত নেমে গেলে অক্সিজেন দিতে হয় ?
৯৫%
(29) How many calories are in 1 gm of protein ?
4
(30) core temperature কোথায় দেখা হয় ?
মলদ্বার
(31) জন্মের এক মিনিটের মধ্যে শিশুকে ---
শ্বাস নিতে সাহায্য করতে হবে
(32) সদ্য জন্ম নেওয়া বাচ্চার খিঁচুনির কারণ কি ?
জন্ডিস
(33) Eclampsia সাধারণত নিচের কোন পরীক্ষা করে বোঝা যায়?
Blood Pressure
(34) MRI-এর অর্থ কি ?
ম্যাগনেটিক রেজোনেন্স ইজেজিং
(35) ইপিআই প্রকল্পে সাহায্যদানকারী সংস্থা কোনটি ?
ইউনিসেফ
(36) মানুষের শরীরে কতভাগ পানি ?
প্রায় ৬০ ভাগ
(37) কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ?
ভিটামিন-কে
(38) নবজাতকের বয়সকাল কতদিন ?
২৯ দিন
(39) মারমার হলো :
হৃৎপিণ্ডের শব্দ
(40) Burn-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কি ?
Fluid রিসার্সসিটেশন
(41) নিচের কোনটি রক্তক্ষরণজনিত স্ট্রোকের উপসর্গ?
উচ্চ রক্তচাপ
(42) কিভাবে Fetal distress বোঝা যায়?
Fetal heart rate দেখে
(43) ট্রাকিওস্টোমি টিউবের সাথে নিচের কোন জটিলতাটি সম্পৃক্ত ?
তীব্র শ্বাস-প্রশ্বাসের সংকট
(44) CPR দেয়ার সময় একজন ইমার্জেন্সি রোগীকে মিনিটে কতবার টেস্প কম্প্রেশন দিতে হয়?
১০০-১২০ বার
(45) নব-জাতকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার প্রতি মিনিটে কত ?
৪০-৬০ বার
(46) কোন গ্রুপের রক্তে A ও B উভয় ধরনের এন্টিবডি থাকে?
O
(47) নার্সিং প্রসেসের প্রথম ধাপ হলো ---
এসেসমেন্ট
(48) এক চা চামচ সমান কত মিলিলিটার?
(49) রক্তে অণুচক্রিকার কাজ কি ?
রক্তজমাট বাঁধতে সাহায্য করা
(50) লাইভ ভ্যাকসিন কোনটি?
বিসিজি