বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায়-৫
১. সামাজিকীকরণ কখন থেকে শুরু হয়?
ক. জন্মের পর থেকে খ. স্কুলে যাওয়ার পর থেকে
গ. হাঁটতে শেখার পর থেকে ঘ. জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকে।

২. ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী দরকার?
ক. পড়াশোনা খ. সামাজিকীকরণ
গ. খাদ্য ঘ. ধনসম্পদ।

৩. শিশুদের সামাজিকীকরণের ক্ষেত্রে মা-বাবা বা পরিবারের পর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. রাষ্ট্র খ. বিদ্যালয়
গ. স্থানীয় সমাজ ঘ. পুঁথিগত শিক্ষা।

৪. শিশুরা কীভাবে সহজেই সমাজের রীতিনীতি আয়ত্ত করে?
ক. বিদ্যালয়ের শিক্ষকদের আচরণ দেখে
খ. বিদ্যালয়ের সহপাঠীদের আচরণ দেখে
গ. চারপাশের মানুষের আচার-আচরণ দেখে
ঘ. সমাজের বৃদ্ধদের অনুসরণ করে।

৫. নিচের কোনটি শিশুর আচরণে প্রভাব ফেলে?
ক. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ
খ. রাষ্ট্রে দৈনন্দিন কাজকর্ম
গ. গণমাধ্যমের ভূমিকা
ঘ. শ্রেণিকক্ষে শিক্ষকের আচরণ।

৬. মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কোনটি শিক্ষা দেয়?
ক. পড়াশোনা খ. বিনোদন
গ. ব্যায়াম ঘ. আচরণ।

৭. নিচের কোনটি স্থানীয় সমাজের উপাদান নয়?
ক. সাহিত্য সমিতি খ. সাংস্কৃতিক সংঘ
গ. বিজ্ঞান ক্লাব ঘ. খেলার মাঠ।

৮. স্থানীয়ভাবে গড়ে ওঠা সংগঠনগুলো ব্যক্তির কোনটি বিকাশে সাহায্য করে?
ক. বুদ্ধিবৃত্তি খ. অহঙ্কার
গ. হিংসা ঘ. পরশ্রীকাতরতা।

৯. বুদ্ধিবৃত্তি, সুকুমারবৃত্তি ও সৌন্দর্যবোধ ব্যক্তিকে কী হতে সাহায্য করে?
ক. সৎ হতে খ. সহনশীল হতে
গ. উগ্র হতে ঘ. মার্জিত হতে।

১০. সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
ক. পত্রিকা খ. ইন্টারনেট
গ. টেলিভিশন ঘ. রেডিও।

১১. স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?
ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
খ. নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
গ. গারোদের নিজস্ব সমাজ
ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী।

১২. শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের
গ. বন্ধুর ঘ. বাবার।

১৩. শিশুরা সঙ্গীসাথীদের মাধ্যমে কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও ধনসম্পদ ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা।
১৪. কোনটি পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার অর্পূব সুযোগ তৈরি করে দেয়?
ক. রেডিও খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র।

১৫. মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজটি করে থাকে_
ক. শিক্ষাপ্রতিষ্ঠান খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. সংবাদপত্র।

১৬. সামাজিকীকরণের গুরুত্বর্পূণ বাহন হলো_
ক. শিশুরা খ. সমবয়সী সাথী
গ. বাব-মা ঘ. ভাই-বোন।

১৭. গণমাধ্যম বলতে কী বোঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম
খ. শুধু বিনোদন পরিবেশনের নাম
গ. শুধু সংবাদ পরিবেশনের নাম
ঘ. শুধু মতামত পরিবেশনের নাম।

১৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ. শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি।

১৯. দেশ ও বিদেশের মানুষের মধ্যে সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম বাহন
কোনটি?
ক. শুধু গণমাধ্যম খ. প্রিন্টিং মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ঘ. শুধু তথ্যপ্রযুক্তি।

২০. আমাদের মতো উন্নয়নশীল দেশে কোনটি জনশিক্ষার একটি প্রধান মাধ্যম?
ক. বেতার খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. সংবাদপত্র।

২১. কোনটির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় ও মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়?
ক. সংবাদপত্র খ. বেতার
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র।

২২. বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও।

সঠিক উত্তর

১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. গ।