শিরোনাম দেখে অনেকে ভাবতে পারেন, আপনি নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের ধারণাটা ভুল । আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই, বরং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সংশ্লিষ্টতা আমার ওয়েবসাইটের গ্রাহকদের জন্য । গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যেকোন সংবাদ আমাকে আপডেট করতে হয় ।

এবার আসল কথায় আসা যাক ,২১ এপ্রিল কয়েকজন শুভাকাংখী ফোন করে বললেন , জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী-এর ফলাফল বেরিয়েছে । কিন্তু হায়রে কপাল , শত চেষ্টা করেও www.nu.edu.bd ওয়েব সাইটে ধুকতে পারলাম না , আর তাই ওয়েবসাইটে ও ফলাফল প্রকাশ করতে পারলাম না । দুঃখ লাগল , ব্যাথা পেলাম, ভাবলাম সাময়িক সমস্যা । আবার  ২২শে এপ্রিল খবর পেলাম ১ম বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে । কিছু কিছু অনলাইন সংবাদপত্রে ফলাফলের পরিসংখ্যান ও দেখলাম , কিন্তু ঘটনা আগের মতই ।

www.nu-results.net এবং www.nu-bsc.info সাইট গুলোতে ফলাফল প্রকাশের কথা শুনলেও সাইট গুলোতে ঢুকতেই পারলাম না।

বাংলাদেশের প্রায় কয়েক লাখ ছাত্র/ছাত্রী যেখানে পড়াশুনা করে,  সেখানে এই বিপত্তি মোটেই কাম্য নয় । 

ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে না অথচ মোবাইল অপারেটর দের কাছে ২.৭০ টাকা খরচ করলেই পাওয়া যাচ্ছে !!!!!!

হাসব না কাঁদব বুঝতে পারছি না , এভাবে যদি শিক্ষা ব্যবস্থার সবকিছুই বাণিজ্যিক হয়ে যায় , তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়াবে ।

জাতীয়  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাই আশা রাখব যে , তারা যাতে খুব দ্রুত ছাত্র/ছাত্রীদের ভোগান্তি কমিয়ে ফেলে ।