প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পর্যায়ের লেখা-পড়াই ভবিষ্যৎ ক্যারিয়ারের অন্যতম স্তম্ভ। অতীতে (মাধ্যমিক) কি ফলাফল তার থেকে এখনকার পড়াশুনাই গুরুত্বপুর্ণ। সেক্ষেত্রে সঠিক কলেজ নির্বাচনই প্রধান কাজ । এটাও ঠিক যে, ভাল কলেজের আসন সংখ্যা অপ্রতুল। তবুও চেষ্টা করলে ক্ষতি কি । তাই পরামর্শ থাকবে যথাসম্ভব ভাল কলেজগুলোতে ভর্তি হওয়া । সাবধান, বর্তমানে অনেক ভুঁইফোঁড় কলেজ গড়ে উঠেছে , পড়াশুনার চেয়ে ব্যবসাই যাদের মূল উদ্দ্যেশ্য । তাই আর নয় চটকদার বিজ্ঞানের বলি হওয়া, আজ সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। যে সিদ্ধান্ত হবে ভবিষ্যতের বুনিয়াদ, সেই সিদ্ধান্ত হওয়া চাই বাস্তব সম্মত। মন্তব্য থাকলে লিখুন ।