ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্ব শর্ত হচ্ছে আত্মবিশ্বাস । যার আত্মবিশ্বাস যত বেশি সে তত ভালো ফলাফল কতে পারবে । ভালো রেজাল্টের পাশাপাশি যদি নিজের যোগ্যতার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকে তাহলে তার অগ্রযাত্রা রোধ করা কঠিন । আমাদের মনে হতে পারে আমি বোধহয় পারব না । এমন ভাবা উচিৎ না । কারণ ভালো রেজাল্ট অনেকেরই থাকে কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়ে ক'জনে ভর্তি হতে পারে ।

ভালো ফলাফল করার আরেকটি অন্যতম উপদান হলো মৌলিক বিষয়াবলীর উপর ভালো ধারণা থাকা। বিশেষ করে ইংরেজী শব্দ ভান্ডারের দখল, এর ব্যবহারের কৌশল , অনুবাদ দক্ষতা ইত্যাদি খুবই প্রয়োজনীয় ।

আরেকটি বিষয় হলো বিশ্ববিদ্যালয় বাছাই , কোন বিষয় পড়তে ভাল লাগে, সেই বিষয় কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেই বিষয় পড়ানো হয়, সেই বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা আছে কি না , তা আগে যাচাই করে নিতে হবে ।

ভর্তি পরবর্তী বিষয় যেমন- থাকা-খাওয়ার খরচ , যাতায়াতের সুযোগ সুবিধা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় । এগুলো ভর্তির পর সমাধান করা যায় ।

এ বিষয়ে কারো মতামত থাকলে রেজিষ্ট্রেশন করে লিখতে পারেন ।