Home » Blogs
×

Error message

  • Deprecated function: Return type of DatabaseStatementBase::execute($args = [], $options = []) should either be compatible with PDOStatement::execute(?array $params = null): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2244 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::current() should either be compatible with Iterator::current(): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::next() should either be compatible with Iterator::next(): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::key() should either be compatible with Iterator::key(): mixed, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::valid() should either be compatible with Iterator::valid(): bool, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
  • Deprecated function: Return type of DatabaseStatementEmpty::rewind() should either be compatible with Iterator::rewind(): void, or the #[\ReturnTypeWillChange] attribute should be used to temporarily suppress the notice in require_once() (line 2346 of /home/eduvai/public_html/includes/database/database.inc).
Submitted by borhan on Tue, 03 Dec, 2013 01:12 pm

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেয়া হলো।

১. ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কীভাবে?
ক. স্থান, কাল ও পাত্রভেদে খ. আঞ্চলিকতার কারণে
গ. দেশ, কাল ও পরিবেশভেদে ঘ. দেশ ও কালভেদে

২. বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক. আড়াই হাজারের ওপর খ. সাড়ে তিন হাজারের ওপর
গ. তিন হাজারের ওপর ঘ. চার হাজারের ওপর

৩. বাংলা ভাষায় ধাতুর গুণ কয়টি?
ক. ১৮টি খ. ২০টি
গ. ২২টি ঘ. ২৪টি

৪. 'রিকশা' কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. জাপানি খ. গুজরাটি
গ. তুর্কি ঘ. বাংলা

৫. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক. সাধিত শব্দ খ. প্রাতিপদিক
গ. প্রকৃতি ঘ. কর্মবচনীয়

৬. প্রতিটি ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি

৭. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব

৮. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিহ্বরে উচ্চারণের মূল উপকরণ হলো_
ক. জিব ও ওষ্ঠ খ. দন্ত ও ওষ্ঠ
গ. জিব ও কণ্ঠ ঘ. জিব ও তালু

৯. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. উদ্ধার খ. পরিচ্ছদ
গ. অতীত ঘ. পুরস্কার

১০. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক. মেধাবিনী খ. মানবী
গ. সারী ঘ. গরিয়সী

১১. দ্বিরুক্তি গঠনে আদি স্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে?
ক. মারামারি খ. ছটফট
গ. চুপচাপ ঘ. ঘেউ ঘেউ

১২. কোন কোন পদে বচনভেদ হয়?
ক. বিশেষণ ও সর্বনাম পদে খ. বিশেষণ ও ক্রিয়াপদে
গ. সর্বনাম ও অব্যয় পদে ঘ. বিশেষ্য ও সর্বনাম পদে

১৩. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে?
ক. গোটা দুই কমলা আছে খ. দুইখানা কম্বল দরকার
গ. সবটুকু ওষুধই খেয়ে ফেলো ঘ. সেটিই ছিল আমার প্রিয় কলম

১৪. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. মনমাঝি খ. মুখচন্দ্র
গ. মহানবী ঘ. অরুণরাঙা

১৫. 'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব?
ক. মিলনার্থক খ. সমার্থক
গ. বিপরীতার্থক ঘ. বিরোধার্থক

১৬. 'নিম' কোন ভাষার উপসর্গ?
ক. আরবি খ. হিন্দি
গ. ফারসি ঘ. উর্দু

১৭. 'হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?_এ বাক্যে 'হের' কোন ধাতু?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. অজ্ঞাত মূল ধাতু ঘ. বিদেশাগত ধাতু

১৮. কোনটি নাম ধাতু?
ক. খা খ. ঘুম
গ. কর ঘ. ছাড়

১৯. 'শ্রবণ'-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. শ্যী + অন খ. শ্রবণ + অ
গ. শ্রু + অনট ঘ. শ্রব + অন

২০. বৃহদার্থে 'আ' তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
ক. ডিঙা খ. বাঘা
গ. হাতা ঘ. জলা

২১. যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, তা_
ক. যোগরূঢ় শব্দ খ. রূঢ় শব্দ
গ. যৌগিক শব্দ ঘ. নবসৃষ্ট শব্দ

২২. যোগরূঢ় শব্দ কোনটি?
ক. বাঁশি খ. গায়ক
গ. রাজপুত ঘ. বাবুয়ানা

২৩. কোনটি বাংলা অব্যয়?
ক. আবার খ. আলবত
গ. খুব ঘ. বরং

২৪. 'এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি'_ বাক্যটি কোন কালের?
ক. পুরাঘটিত অতীত খ. পুরাঘটিত বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত ঘ. ঘটমান বর্তমান

২৫. 'সাতশ 'হত' যদি একশ সাতাশ'_এখানে 'হত' কোন কালের ক্রিয়া?
ক. নিত্যবৃত্ত অতীত খ. পুরাঘটিত অতীত
গ. সাধারণ অতীত ঘ. পুরাঘটিত বর্তমান।

২৬। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি?
ক. দুটি খ. এগারোটি
গ. পঁশিচটি ঘ. পঞ্চাশটি

২৭। 'রূপবাচক বিশেষণটি চিহ্নিত করো।
ক. ঠা-া হওয়া খ. কালো মেঘ
গ. মেটে কলসি ঘ. মেঠো প্রথ

২৮। নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ'-এর ব্যবহার হয়েছে?
ক. কারণ খ. কৃপণ
গ. কর্ষণ ঘ. কল্যাণ
২৯। রিক্শা > রিশ্কা কিসের উদাহরণ?
ক. ব্যঞ্জনবিকৃতি খ. ধ্বনিবিপর্যয়
গ. বিষমীভবন ঘ. বিপ্রকর্ষ

৩০। 'পরীক্ষা'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পরী + ঈক্ষা খ. পরী + ইক্ষা
গ. পরি + ঈ ক্ষা ঘ. পরি + ইক্ষা

৩১। 'আমার জ্বর জ্বর লাগছে'-বাক্যে কোন অর্থে দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে?
ক. অনুভূতি খ. তীব্রতা
গ. আধিক্য ঘ. সামান্য

৩২। কোন দুটি পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও সর্বনাম খ. বিশেষ্য ও বিশেষণ
গ. সর্বনাম ও ক্রিয়া ঘ. ক্রিয়া ও অব্যয়

৩৩। বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপন শব্দ কোনটি?
ক. খানা খ. এক
গ. গোটা ঘ. পাটি

৩৪। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
ক. সুনীল খ. সুখবর
গ. সুকণ্ঠ ঘ. সুনিপুণ

৩৫। নিচের কোনটি 'বিপরীতার্থক দ্বন্দ্ব'?
ক. অহিনকুল খ. জমা-খরচ
গ. মাসি-পিসি ঘ. হাটবাজার

৩৬। 'দোলনা'-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দুল + অনা খ. দোল + না
গ. দোলন + আ ঘ. দোলা + না

৩৭। যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকে বলা হয়_
ক. যৌগিক ধাতু খ. সাধিত ধাতু
গ. স্বয়ংসিদ্ধ ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

৩৮। 'ঝমঝম', 'গুড়গুড়', এগুলো কোন শ্রেণীর অব্যয়?
ক. সমুচ্চয়ী খ. অনন্বয়ী
গ. অনুকার ঘ. অনুসর্গ

৩৯। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. সমিতি খ. পাখি
গ. বীরত্ব ঘ. গীতাঞ্জলি

৪০। অর্থগত দিক থেকে যোগরূঢ় শব্দ কোনটি?
ক. সন্দেশ খ. দৌহিত্র
গ. জলধি ঘ. নীল আকাশ

৪১। কোন বাক্যে 'পরীক্ষা' অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক. আমাকে যেতে দাও খ. কষ্টিপাথরে সোনা কষে নাও
গ. এখন ভাবতে থাকো ঘ. আমরা পরীক্ষা দিয়ে আসছি

৪২। 'সাত শ হতো যদি এক শ সাতাশ'-এখানে 'হতো' কোন কালের ক্রিয়া?
ক. নিত্যবৃত্ত অতীত খ. পুরাঘটিত অতীত
গ. সাধারণ অতীত ঘ. পুরাঘটিত বর্তমান

৪৩। 'কাল একবার বেড়াতে এসো'_কোন কালে এবং কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. ভবিষ্যৎকালে অনুরোধে খ. ভবিষ্যৎকালে সম্ভাবনায়
গ. বর্তমানকালে উপদেশে ঘ. বর্তমানকালে আদেশে

৪৪। খুঁজ্, খুল্ ধাতুগুলো কোন আদিগুণের অন্তর্ভুক্ত?
ক. কহ্ খ. কাট্
গ. লিখ্ ঘ. উঠ্

৪৫। কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?
ক. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
খ. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
গ. রাখাল গরুর পাল লয়ে যায় মঠে
ঘ. তোমাকে পড়তে হবে

৪৬। 'নিখাদ' অর্থে কাঁচা' শব্দের ব্যবহার কোনটিতে হয়েছে?
ক. কাঁচা সোনা খ. কাঁচা ইট
গ. কাঁচা ঘুম ঘ. কাঁচা কথা

৪৭। সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নয়। কারণ_
ক. কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না
খ. বিভক্তিযুক্ত হয় না
গ. কর্তা নিজে ক্রিয়া সমাধান করে
ঘ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না

৪৮। 'আছ তুমি প্রভু, জগৎ মাঝারে'_এখানে 'মাঝারে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বাহির খ. ভেতর
গ. সহিত ঘ. ব্যাপ্তি

৪৯। 'গোবর-গণেশ' বাগধারাটির অর্থ কী?
ক. চাটুকার খ. মূর্খ
গ. প্রতারক ঘ. চালাক

৫০। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
ক. প্রথমা খ. দ্বিতীয়
গ. তৃতীয়া ঘ. ষষ্ঠী।

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ক ২১. গ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. ক। ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. গ ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. ক ৩৭. গ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ ৪১. খ ৪২. ক ৪৩. ক ৪৪. ঘ ৪৫. খ ৪৬. ক ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. খ ৫০. ক।

তথ্য সত্রে অনলাইন।